নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিনকে মোবাইল ফোনে কল দিয়ে তাঁর দপ্তরে অভিযানের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিএসটিআইঢের পরিচালক বলছেন, সিরাজুল ইসলাম নামে তাদের কোনো কর্মকর্তা নেই। অভিযানের বিষয়টিও ভুয়া।
আজ বুধবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি নম্বর থেকে কল আসে। রিসিভ করার পর বিএসটিআইয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের পরিচয় দেন। তারপর বলেন, আপনাদের চা বোর্ডে মোবাইল কোর্ট হবে, প্রস্তুত থাকেন। উত্তরে আমি বলেছি, আচ্ছা আসেন এবং অভিযান করেন।’ একপর্যায়ে দুপুরের খাবারের টাকা দিলে অভিযান করবেন না বলে রুহুল আমিনকে জানান বিএসটিআই পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।
এদিকে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকেও নিজেকে বিএসটিআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন ওই ব্যক্তি। চা বোর্ডে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বের হয়েছি, একটু পরে চা বোর্ডে পৌঁছাব। আপনারা (সংবাদমাধ্যম) আসেন। বড় অভিযান হবে।’
জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজুল ইসলাম নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। আর অভিযানের বিষয়টিও ভুয়া।’ সেই সঙ্গে চা বোর্ডে গেলে ওই ব্যক্তিকে ধরে রাখার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিনকে মোবাইল ফোনে কল দিয়ে তাঁর দপ্তরে অভিযানের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিএসটিআইঢের পরিচালক বলছেন, সিরাজুল ইসলাম নামে তাদের কোনো কর্মকর্তা নেই। অভিযানের বিষয়টিও ভুয়া।
আজ বুধবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি নম্বর থেকে কল আসে। রিসিভ করার পর বিএসটিআইয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের পরিচয় দেন। তারপর বলেন, আপনাদের চা বোর্ডে মোবাইল কোর্ট হবে, প্রস্তুত থাকেন। উত্তরে আমি বলেছি, আচ্ছা আসেন এবং অভিযান করেন।’ একপর্যায়ে দুপুরের খাবারের টাকা দিলে অভিযান করবেন না বলে রুহুল আমিনকে জানান বিএসটিআই পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।
এদিকে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকেও নিজেকে বিএসটিআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন ওই ব্যক্তি। চা বোর্ডে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বের হয়েছি, একটু পরে চা বোর্ডে পৌঁছাব। আপনারা (সংবাদমাধ্যম) আসেন। বড় অভিযান হবে।’
জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজুল ইসলাম নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। আর অভিযানের বিষয়টিও ভুয়া।’ সেই সঙ্গে চা বোর্ডে গেলে ওই ব্যক্তিকে ধরে রাখার অনুরোধ জানান তিনি।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২২ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে