ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম সাজু (নৌকা), জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (কলার ছড়ি) প্রতীক পেয়েছেন।
আওয়ামী লীগে প্রার্থী মো. শাহজাহান আলম সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৭৩ সালের পর এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হননি। দীর্ঘদিন পর আবারও এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। এ আসনটি আমরা তাকে উপহার দিতে পারব।’
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের উপনির্বাচনে ৫ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম সাজু (নৌকা), জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (কলার ছড়ি) প্রতীক পেয়েছেন।
আওয়ামী লীগে প্রার্থী মো. শাহজাহান আলম সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৭৩ সালের পর এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হননি। দীর্ঘদিন পর আবারও এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। এ আসনটি আমরা তাকে উপহার দিতে পারব।’
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের উপনির্বাচনে ৫ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
৯ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
২৩ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৩৭ মিনিট আগে