নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫: ৩২
Thumbnail image
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক নেতা-কর্মীরা হলেন—উপজেলার ডুবারুহি গ্রামের সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আতিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের দীপ্ত দত্ত (২০)।

আজ রোববার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ৫ আগস্টের পর নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই প্রথম মিছিল। মিছিলে অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই মিছিল বের করেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।

এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত