স্কুল বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন, অভিভাবকদের ক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২২, ২০: ৩৭
আপডেট : ৩১ মে ২০২২, ২১: ১২

১৯ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় মার্চেন্টস একাডেমি উচ্চবিদ্যালয় বন্ধ করে এই সম্মেলনের আয়োজন করা হয়। বন্ধ ঘোষণা করা হয় বিদ্যালয়। বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

নাম প্রকাশ না করার শর্তে ছয়জন অভিভাবক জানালেন, জেলা পরিষদ মিলনায়তন বা শহরের অন্য কোনো মিলনায়তনে সম্মেলন হলে স্কুল বন্ধ রাখার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো না। প্রায় সময়ই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়।

তাঁদের অভিযোগ, যখন যে সরকার আসে, তখন তারাই ক্ষমতার দাপট দেখিয়ে এই স্কুল বন্ধ করে সমাবেশ করে।

রায়পুর মার্চেন্টস একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয়ের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। সম্মেলন চলাকালে স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীরা আসত না। তবে শিক্ষার্থীরা না এলেও শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি থেকে স্কুল বন্ধ রাখতে পারেন। কিন্তু এমনিতে সম্মেলনের কারণে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। এ ছাড়া স্কুলের মাঠে বিপুল নেতা-কর্মীর আগমন ও মাইকের শব্দের কারণে পাঠদান সম্ভব হবে না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই বিদ্যালয় মাঠে সম্মেলন করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত