কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত যুবক মো. আবুল কালাম (২২)। তিনি উপজেলার নতুনবাজার এলাকার কেপিএম টিলার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আটক যুবক শিল্প এলাকার নুর হোসেনের ছেলে মো. রনি হোসেন (২০)।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের মেইন গেটের ভেতরে আবুল কালামকে ছুরিকাঘাত করে মো. রনি হোসেন। রনির সঙ্গে রাখা ছুরি দিয়ে আবুল কালামের পেটে ও বুকে পাঁচটি আঘাত করা হয়। এতে কালাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।’
কাপ্তাই ৪ নম্বর ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা। এর আগে রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভেতরে আটকে রেখে মারধর করে। ওই সময় সে আত্মরক্ষার জন্য নেইলকাটার দিয়ে আঘাত করেছে বলে জেনেছি।’
এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ‘জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল-আমিন বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।’
শাহিনুর রহমান আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে কাপ্তাইয়ের শিল্প এলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের পার্শ্ববর্তী এলাকা, লকগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় প্রায়ই মাদক ও জুয়ার আসর বসে। যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’
রাঙামাটির কাপ্তাইয়ে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত যুবক মো. আবুল কালাম (২২)। তিনি উপজেলার নতুনবাজার এলাকার কেপিএম টিলার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আটক যুবক শিল্প এলাকার নুর হোসেনের ছেলে মো. রনি হোসেন (২০)।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের মেইন গেটের ভেতরে আবুল কালামকে ছুরিকাঘাত করে মো. রনি হোসেন। রনির সঙ্গে রাখা ছুরি দিয়ে আবুল কালামের পেটে ও বুকে পাঁচটি আঘাত করা হয়। এতে কালাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।’
কাপ্তাই ৪ নম্বর ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা। এর আগে রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভেতরে আটকে রেখে মারধর করে। ওই সময় সে আত্মরক্ষার জন্য নেইলকাটার দিয়ে আঘাত করেছে বলে জেনেছি।’
এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ‘জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল-আমিন বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।’
শাহিনুর রহমান আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে কাপ্তাইয়ের শিল্প এলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের পার্শ্ববর্তী এলাকা, লকগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় প্রায়ই মাদক ও জুয়ার আসর বসে। যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কর্মকর্তা–কর্মচারী ও শ্রমিকেরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও স
৪১ মিনিট আগেমাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
১ ঘণ্টা আগেফেনীর দাগনভূঞা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর জামায়াতের শুরা সদস্য নজির আহাম্মদ। আজ বুধবার বিআরডিবির অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে চেয়ার প্রতীকে সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
২ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে