মুহিবুল্লাহ হত্যা মামলায় দুই আসামির তিন দিনের রিমান্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ১৩: ২৪
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪: ১৫

কক্সবাজারের উখিয়ায় আততায়ীর গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় দুই রোহিঙ্গার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে এ আদেশ দেওয়া হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় চার রোহিঙ্গাকে আটক করেছে। এর মধ্যে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সলিম (৩৩) প্রকাশ লম্বা সেলিম ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহকে (২৩) আজ রোববার ৭ দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা কার্তিক চন্দ্র পাল আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে আততায়ীর গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ একটি মামলা দায়ের করেন। 

এদিকে শুক্রবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামের আরও দুজনকে গ্রেপ্তার করে ১৪ এপিবিএন। তাদের এখনো আদালতে সোপর্দ করা হয়নি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত