Ajker Patrika

কারাবন্দী বিএনপি নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি 
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২: ০৩
কারাবন্দী বিএনপি নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।

বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনীতে বিএনপি নেতার বাড়িতে হামলা।বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত