বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের।
এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’
গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’
নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের।
এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’
গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’
নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে