Ajker Patrika

মিরসরাইয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২ 

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু বক্কর (৩৪) ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার হোগলপাতী এলাকার ফেরদাউস শেখ (২৬)। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশের দুটি দল। অভিযানে লক্ষ্মীপুরগামী শাহী পরিবহনের একটি বাস থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ রোহিঙ্গা নাগরিক আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঢাকাগামী বিআরটিসির বাস থেকে ৬০০টি ইয়াবা বড়িসহ ফেরদাউস শেখকে গ্রেপ্তার করা হয়। 

ওসি বলেন, ‘ইয়াবা উদ্ধারের ঘটনায় আবু বক্কর ও ফেরদাউসের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আজ সোমবার সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম পাঁচ লাখ ২৫ হাজার টাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত