Ajker Patrika

সাগরে ১০ দিন ভাসার পর ২১ জেলেসহ ট্রলার উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ২০: ৪৫
সাগরে ১০ দিন ভাসার পর ২১ জেলেসহ ট্রলার উদ্ধার 

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন সাগরে ভাসার পর ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য জানিয়েছেন। 

উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তাঁরা একই এলাকার এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে। 

জেলেদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে নিয়ে এফভি জুনায়েদ সাগরে মাছ ধরতে নামে। গত ২০ মে গভীর সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। মাছ ধরায় সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁরা অন্য ট্রলারের সহযোগিতাও নিতে পারেনি। এভাবে ১০ দিন সাগরে ভাসার পর গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল এলাকায় পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন। 

  সাগরে ভাসমান থাকার পর উদ্ধার জেলেরা। ছবি: সংগৃহীতকোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।

লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, আজ বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটি গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

জেলেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পর এফভি জুনায়েদে করে তাঁরা ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ সাগরে মাছ ধরতে যান। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত