Ajker Patrika

সিএমপি কমিশনার হিসেবে যোগ দিলেন কৃষ্ণ পদ রায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিএমপি কমিশনার হিসেবে যোগ দিলেন কৃষ্ণ পদ রায়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩১তম কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে সিএমপি সদর দপ্তরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন। এদিন নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়ার পুলিশ লাইনসের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

গত ৩০ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র ন্ত্রণালয় থেকে সিএমপির কমিশনার হিসেবে তাকে পদায়নের আদেশ জারি করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত