সাইবার নিরাপত্তা আইনে ওনাদের আপত্তিগুলো দূর করা হয়েছে: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২১: ৩০
Thumbnail image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইনটা ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে রেখে যদি পড়া হয়, তাহলে তারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন করা হয়েছে এবং যেখানে ওনাদের আপত্তি ছিল সেইগুলাকে দূর করা হয়েছে।’ 

আজ বৃহস্পতিবার আখাউড়া আজমপুর স্টেশনে জাতীয় শোক দিবস ও ১৫ আগস্টের শহীদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের জনসভা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এর আগে গতকাল বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি মনে করি, এটি নিবর্তনমূলক আইন। যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট “কালো আইন” হিসেবে চিহ্নিত হয়েছিল, বর্তমানে যে অবস্থায় আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের খসড়া, সেটি প্রণীত হয়ে গেলে, এটাও “কালো আইন” হিসেবে চিহ্নিত হবে।’ 

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, জেলা পরিষদের সদস্য আবদুল আজিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত