Ajker Patrika

চট্টগ্রামে নালায় পড়ে অল্পের জন্য রক্ষা পেল শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯: ২৮
চট্টগ্রামে নালায় পড়ে অল্পের জন্য রক্ষা পেল শিশু

নগরীর চান্দগাঁওতে নালায় পড়ে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু। শনিবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে যাচ্ছেন। তাঁদের সঙ্গে থাকা ছয়/সাত বছরের এক কন্যাশিশু একজনের হাত ধরে হাঁটছে। সাফা মারওয়া ইলেকট্রনিকস নামে একটি দোকানের সামনের রাস্তার গর্তে পড়ে যায় শিশুটি। এ সময় দুই নারী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। অন্যরা আসার আগেই অবশ্য তাঁরা শিশুটিকে টেনে তোলেন। 

তোলার পরপরই শিশুটিকে নিয়ে ওই নারীরা চলে যান। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নালার কাজের পর সেখানে স্ল্যাবের একটি অংশ ভেঙে গিয়েছিল। সেখানে পড়ে দুর্ঘটনা ঘটেছিল। আমরা সোমবারের মধ্যে জায়গাটি ঢালাই করে ঠিক করে দেব। নগরের উন্মুক্ত নালা ও খালগুলো রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন সময় নালায় পড়ে শিশুসহ একাধিকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনের তো খোঁজই পাওয়া যায়নি।’ 

চট্টগ্রাম নগরীর উন্মুক্ত নালা ও খালগুলোতে পড়ে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। 

এর মধ্যে গত ৩০ জুন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি। আর ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদের মাজারগেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার (১৯)। গত বছরের ৬ ডিসেম্বর নগরের চশমা খালে তলিয়ে যায় শিশু মো. কামাল উদ্দিন (১২)। তিন দিন পর নগরের মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ