নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুল্কমুক্ত সুবিধায় আনা ১০৮টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. ফখরুল আলম। এবার ম্যানুয়েল ও ই-অকশন দুই পদ্ধতিতে এই ১০৮টি গাড়ি নিলাম হবে বলে জানান এই কর্মকর্তা।
বিএমডব্লিউ, মার্সেডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগোয়ার, লেক্সাস, মিতসুবিশি ব্রান্ডের এসব বিলাসবহুল গাড়ি বিভিন্ন সময় কার্নেট পি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা হয়।
ফখরুল আলম বলেন, আগামী ২৩-২৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ মে নিলামের ক্যাটালগ প্রকাশ করা হবে। এরপর ১২-১৩ জুন দরপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা, পে অর্ডারের হার্ড কপি জমা দিতে পারবেন ১৬ জুন পর্যন্ত। ১৯ জুন মোংলা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম জেলা প্রশাসন ও কাস্টম হাউসে রাখা দরপত্র বাক্স খোলা হবে।
কাস্টমস কর্মকর্তা বলেন, ১ জুন আগ্রহী নিলাম ডাককারীদের ই-অকশনের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা চট্টগ্রাম বন্দরে রাখা এসব গাড়ি অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। নিলাম ক্রেতাকে গাড়ি পরিদর্শনের জন্য গাড়ি পরিদর্শনের উল্লেখিত তারিখের ৩ দিন আগে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি বন্দরের নির্ধারিত ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে আবেদন করে অস্থায়ী গেটপাস সংগ্রহ করতে হবে।
এক প্রশ্নের জবাবে ফখরুল আলম বলেন, ‘বন্দর শেডে নিলামযোগ্য ১০৮ গাড়ি রয়েছে। এর মধ্যে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ৮৩টি গাড়ির ক্লিয়ারেন্স পারমিট (সিপি) পেয়েছি। তাই ক্রয়, খালাস ও রেজিস্ট্রেশনে সমস্যা হবে না। কিছু গাড়ির সিপি আগে পেয়েছি। কিছু গাড়ির সিপি লাগবে না। প্রবাসী বাংলাদেশি পর্যটকেরা বিশেষ সুবিধায় এসব গাড়ি এনেছিলেন। এসব গাড়ি বন্দর থেকে খালাসও নেননি, ফেরতও নিয়ে যাননি। তাই বিধি ও আইন অনুযায়ী নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি আমরা এনবিআরকে জানাই। এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় গাড়িগুলো নিলামের ছাড়পত্র দিয়েছে।’
শুল্কমুক্ত সুবিধায় আনা ১০৮টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. ফখরুল আলম। এবার ম্যানুয়েল ও ই-অকশন দুই পদ্ধতিতে এই ১০৮টি গাড়ি নিলাম হবে বলে জানান এই কর্মকর্তা।
বিএমডব্লিউ, মার্সেডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগোয়ার, লেক্সাস, মিতসুবিশি ব্রান্ডের এসব বিলাসবহুল গাড়ি বিভিন্ন সময় কার্নেট পি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা হয়।
ফখরুল আলম বলেন, আগামী ২৩-২৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ মে নিলামের ক্যাটালগ প্রকাশ করা হবে। এরপর ১২-১৩ জুন দরপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা, পে অর্ডারের হার্ড কপি জমা দিতে পারবেন ১৬ জুন পর্যন্ত। ১৯ জুন মোংলা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম জেলা প্রশাসন ও কাস্টম হাউসে রাখা দরপত্র বাক্স খোলা হবে।
কাস্টমস কর্মকর্তা বলেন, ১ জুন আগ্রহী নিলাম ডাককারীদের ই-অকশনের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা চট্টগ্রাম বন্দরে রাখা এসব গাড়ি অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। নিলাম ক্রেতাকে গাড়ি পরিদর্শনের জন্য গাড়ি পরিদর্শনের উল্লেখিত তারিখের ৩ দিন আগে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি বন্দরের নির্ধারিত ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে আবেদন করে অস্থায়ী গেটপাস সংগ্রহ করতে হবে।
এক প্রশ্নের জবাবে ফখরুল আলম বলেন, ‘বন্দর শেডে নিলামযোগ্য ১০৮ গাড়ি রয়েছে। এর মধ্যে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ৮৩টি গাড়ির ক্লিয়ারেন্স পারমিট (সিপি) পেয়েছি। তাই ক্রয়, খালাস ও রেজিস্ট্রেশনে সমস্যা হবে না। কিছু গাড়ির সিপি আগে পেয়েছি। কিছু গাড়ির সিপি লাগবে না। প্রবাসী বাংলাদেশি পর্যটকেরা বিশেষ সুবিধায় এসব গাড়ি এনেছিলেন। এসব গাড়ি বন্দর থেকে খালাসও নেননি, ফেরতও নিয়ে যাননি। তাই বিধি ও আইন অনুযায়ী নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি আমরা এনবিআরকে জানাই। এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় গাড়িগুলো নিলামের ছাড়পত্র দিয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১০ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগে