নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা দপ্তর থেকে জামায়াত-শিবিরের প্রচারণাপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। ওই দপ্তরের ঊর্ধ্বতন সহকারীর টেবিল থেকে গত রোববার এসব বই উদ্ধার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। জিহাদি বই উদ্ধারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে, ১৯ মে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরে বহিরাগত বেপরোয়া মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে যান কিছু শিক্ষার্থী। এ সময় তাঁরা নিরাপত্তা দপ্তরের দ্বিতীয় তলায় ঊর্ধ্বতন সহকারী মো. ফেরদৌসের টেবিল ও বুক শেলফে জামায়াত-শিবিরের প্রকাশিত বিভিন্ন ধর্মীয় উসকানিমূলক বই দেখতে পান।
তাঁরা এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে এসব জিহাদি বই উদ্ধার করা হয়।
আগের দিন নিরাপত্তা দপ্তরে উপস্থিত শিক্ষার্থীরা পরদিন ২০ মে প্রক্টর অফিসে গিয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া ও ঊর্ধ্বতন সহকারী মো. ফেরদৌসের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার প্রমাণ সংযুক্ত করে লিখিত অভিযোগ দেন।
এদিকে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৫-২০ নেতা-কর্মী বেলা দেড়টার দিকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা গোলাম কিবরিয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহমেদ গিয়ে গোলাম কিবরিয়াকে উদ্ধার করেন।
অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুল হুদা লোটাস বলেন, ‘নিরাপত্তা দপ্তরে সন্ধ্যা নামলেই জামায়াতের ঘরোয়া মিটিং আয়োজন করা হয়। বিভিন্ন জিহাদি বই নিয়ে সেখানে এসব অনুষ্ঠানের আয়োজন করেন ঊর্ধ্বতন সহকারী ফেরদৌস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া। আমরা ক্যাম্পাসে বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ দিতে নিরাপত্তা দপ্তরে যাই। সেখানে গিয়ে দেখি ঊর্ধ্বতন সহকারী ফেরদৌসের টেবিলে অসংখ্য জিহাদি বই। পরে আমরা প্রক্টর স্যারকে অবহিত করি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ওয়াহিদুল আলম বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দপ্তরের একজন ঊর্ধ্বতন সহকারীর টেবিল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবারও শিক্ষার্থীরা নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমরা এসব তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। যেহেতু কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, সেহেতু কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা দপ্তর থেকে জামায়াত-শিবিরের প্রচারণাপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। ওই দপ্তরের ঊর্ধ্বতন সহকারীর টেবিল থেকে গত রোববার এসব বই উদ্ধার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। জিহাদি বই উদ্ধারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে, ১৯ মে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরে বহিরাগত বেপরোয়া মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে যান কিছু শিক্ষার্থী। এ সময় তাঁরা নিরাপত্তা দপ্তরের দ্বিতীয় তলায় ঊর্ধ্বতন সহকারী মো. ফেরদৌসের টেবিল ও বুক শেলফে জামায়াত-শিবিরের প্রকাশিত বিভিন্ন ধর্মীয় উসকানিমূলক বই দেখতে পান।
তাঁরা এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে এসব জিহাদি বই উদ্ধার করা হয়।
আগের দিন নিরাপত্তা দপ্তরে উপস্থিত শিক্ষার্থীরা পরদিন ২০ মে প্রক্টর অফিসে গিয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া ও ঊর্ধ্বতন সহকারী মো. ফেরদৌসের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার প্রমাণ সংযুক্ত করে লিখিত অভিযোগ দেন।
এদিকে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৫-২০ নেতা-কর্মী বেলা দেড়টার দিকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা গোলাম কিবরিয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহমেদ গিয়ে গোলাম কিবরিয়াকে উদ্ধার করেন।
অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুল হুদা লোটাস বলেন, ‘নিরাপত্তা দপ্তরে সন্ধ্যা নামলেই জামায়াতের ঘরোয়া মিটিং আয়োজন করা হয়। বিভিন্ন জিহাদি বই নিয়ে সেখানে এসব অনুষ্ঠানের আয়োজন করেন ঊর্ধ্বতন সহকারী ফেরদৌস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া। আমরা ক্যাম্পাসে বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ দিতে নিরাপত্তা দপ্তরে যাই। সেখানে গিয়ে দেখি ঊর্ধ্বতন সহকারী ফেরদৌসের টেবিলে অসংখ্য জিহাদি বই। পরে আমরা প্রক্টর স্যারকে অবহিত করি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ওয়াহিদুল আলম বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দপ্তরের একজন ঊর্ধ্বতন সহকারীর টেবিল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবারও শিক্ষার্থীরা নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমরা এসব তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। যেহেতু কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, সেহেতু কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে