নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন।
তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।
অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।
গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন।
তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।
অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।
গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৩ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২২ মিনিট আগে