কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশৃঙ্খলা ও দলের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িত তিন নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা কমিটিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
জানা যায়, গতকাল শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান আবু সাইদ আল মাহমুদ স্বপন জাতীয় সংসদ ভবনের হুইপের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সভা ডাকা হয়। সভায় দলের বিবদমান দুপক্ষকে এক সঙ্গে কাজ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি চকরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দেয়। দুজনের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন হয়ে আসছে।
গিয়াস উদ্দিন চৌধুরী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন, সরকারি বনভূমি দখল, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলনসহ নানা অভিযোগ থাকায় দলের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ জন্য তিনি সাংসদকে দায়ী করে আসছেন।
এ বিষয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ মে চকরিয়ার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ইউনিয়নের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ৯ মার্চ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় ২ এপ্রিল চকরিয়া আওয়ামী লীগের সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু কাউন্সিলের প্রস্তুতি ও নেতাদের মধ্যে সমন্বয় না থাকায় নির্ধারিত তারিখ পেছানো হয়।
এদিকে সভায় পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম অভিযোগ করেন, ২৭ মার্চ দলের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক তাঁর ওপর হামলা চালান। এ অভিযোগ শোনার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন হামলাকারীদের বহিষ্কার করার নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানা যায়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল বলেন, পেকুয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফিজ সরাসরি জহিরুল ইসলামকে আঘাত করায় তাঁকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সাধারণ সম্পাদক আবুল কাশেমের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, জেলা কমিটিকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সিআইপি, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিথুন, বন ও পরিবেশ সম্পাদক কমরুউদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়া উদ্দীন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশৃঙ্খলা ও দলের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িত তিন নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা কমিটিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
জানা যায়, গতকাল শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান আবু সাইদ আল মাহমুদ স্বপন জাতীয় সংসদ ভবনের হুইপের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সভা ডাকা হয়। সভায় দলের বিবদমান দুপক্ষকে এক সঙ্গে কাজ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি চকরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দেয়। দুজনের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন হয়ে আসছে।
গিয়াস উদ্দিন চৌধুরী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন, সরকারি বনভূমি দখল, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলনসহ নানা অভিযোগ থাকায় দলের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ জন্য তিনি সাংসদকে দায়ী করে আসছেন।
এ বিষয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ মে চকরিয়ার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ইউনিয়নের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ৯ মার্চ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় ২ এপ্রিল চকরিয়া আওয়ামী লীগের সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু কাউন্সিলের প্রস্তুতি ও নেতাদের মধ্যে সমন্বয় না থাকায় নির্ধারিত তারিখ পেছানো হয়।
এদিকে সভায় পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম অভিযোগ করেন, ২৭ মার্চ দলের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক তাঁর ওপর হামলা চালান। এ অভিযোগ শোনার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন হামলাকারীদের বহিষ্কার করার নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানা যায়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল বলেন, পেকুয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফিজ সরাসরি জহিরুল ইসলামকে আঘাত করায় তাঁকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সাধারণ সম্পাদক আবুল কাশেমের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, জেলা কমিটিকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সিআইপি, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিথুন, বন ও পরিবেশ সম্পাদক কমরুউদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়া উদ্দীন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২৮ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৩৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে