কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, সারা দেশে নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। এসব উন্নয়ন মানুষের উপকারের জন্য। কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক খননে ঐতিহাসিক কিছু নিদর্শনের আভাস পাওয়া যাচ্ছে। কিছু কিছু স্থাপনা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। দক্ষ খনন দল তাদের কাজ চালিয়ে যাবে। এই এলাকায় যদি ঐতিহাসিক কোনো নিদর্শন পাওয়া যায়, তবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে। এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্থানীয় মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হবে না।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে দেয়াঙ পাহাড়ে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ পরিদর্শন এসে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
এ সময় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ ড. রতন কুমার উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী বিদ্যালয়ের বিভাগ সহযোগী অধ্যাপক ড. ফারজানা রহমান, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর ও চট্টগ্রাম সিলেট বিভাগের অধিদপ্তর আঞ্চলিক পরিচালকের কর্মকর্তারাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গত ১৬ মে থেকে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খনন ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গবেষণা করা হয়।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, মহাস্থানগড় থেকে ১০ জন অভিজ্ঞ শ্রমিক কাজ করছেন এখানে। কাজ শুরু হওয়ার পর চওড়া দেয়াল ও ভবনের মেঝের অস্তিত্ব পেয়েছেন। এগুলো প্রায় আড়াই হাজার বছর আগের বলেও জানান শ্রমিকেরা।
কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিদর্শের পর সচিব খলিল আহমদ বড়উঠান মনোহর আলী খান জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, মরিয়ম আশ্রম উপাসনালয় এবং একাত্তরের মুক্তিযুদ্ধে নিহতদের গণকবর পরিদর্শনে যান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, সারা দেশে নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। এসব উন্নয়ন মানুষের উপকারের জন্য। কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক খননে ঐতিহাসিক কিছু নিদর্শনের আভাস পাওয়া যাচ্ছে। কিছু কিছু স্থাপনা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। দক্ষ খনন দল তাদের কাজ চালিয়ে যাবে। এই এলাকায় যদি ঐতিহাসিক কোনো নিদর্শন পাওয়া যায়, তবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে। এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্থানীয় মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হবে না।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে দেয়াঙ পাহাড়ে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ পরিদর্শন এসে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
এ সময় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ ড. রতন কুমার উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী বিদ্যালয়ের বিভাগ সহযোগী অধ্যাপক ড. ফারজানা রহমান, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর ও চট্টগ্রাম সিলেট বিভাগের অধিদপ্তর আঞ্চলিক পরিচালকের কর্মকর্তারাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গত ১৬ মে থেকে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খনন ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গবেষণা করা হয়।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, মহাস্থানগড় থেকে ১০ জন অভিজ্ঞ শ্রমিক কাজ করছেন এখানে। কাজ শুরু হওয়ার পর চওড়া দেয়াল ও ভবনের মেঝের অস্তিত্ব পেয়েছেন। এগুলো প্রায় আড়াই হাজার বছর আগের বলেও জানান শ্রমিকেরা।
কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিদর্শের পর সচিব খলিল আহমদ বড়উঠান মনোহর আলী খান জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, মরিয়ম আশ্রম উপাসনালয় এবং একাত্তরের মুক্তিযুদ্ধে নিহতদের গণকবর পরিদর্শনে যান।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
২০ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে