হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা বাজারের পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্লাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি হোমনা পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়ক। বাজারের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেওয়ায় পথচারীরা এটি ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিল। আর ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় মার্কেট, সরকারি-বেসরকারি ব্যাংক, বিমাপ্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। কিন্তু পুরোনো বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্লাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা ওই সব ভাঙা স্থানে বাঁশ, কাঠ ও পলিথিন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে তা ভেঙে গেছে। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ড্রেনের ওই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
বাজারের ফুটপাতের কলা বিক্রেতা বাতেন মিয়া বলেন, ‘ড্রেনের স্লাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।’
হোমনা সমর হোমিও হলের চিকিৎসক ডা. দিলীপ দেব বলেন, ‘আমার দোকানের সামনের স্লাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ওই গর্তে পড়ে শিক্ষার্থীসহ পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ড্রেনে দ্রুত স্লাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন স্থানের ড্রেন ঢাকার জন্য এরই মধ্যে ২০-৩০টি স্লাব তৈরি করা হচ্ছে। খুব শিগগির ড্রেনের উন্মুক্ত স্থানে স্লাব বসানো হবে।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ড্রেনে স্ল্যাব নাই সে বিষয়টি আমাদের মাথায় আছে। এরই মধ্যে আমরা স্ল্যাব তৈরি করে ফেলেছি। এখন শক্ত হলেই স্ল্যাব বসিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’
কুমিল্লার হোমনা বাজারের পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্লাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি হোমনা পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়ক। বাজারের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেওয়ায় পথচারীরা এটি ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিল। আর ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় মার্কেট, সরকারি-বেসরকারি ব্যাংক, বিমাপ্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। কিন্তু পুরোনো বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্লাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা ওই সব ভাঙা স্থানে বাঁশ, কাঠ ও পলিথিন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে তা ভেঙে গেছে। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ড্রেনের ওই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
বাজারের ফুটপাতের কলা বিক্রেতা বাতেন মিয়া বলেন, ‘ড্রেনের স্লাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।’
হোমনা সমর হোমিও হলের চিকিৎসক ডা. দিলীপ দেব বলেন, ‘আমার দোকানের সামনের স্লাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ওই গর্তে পড়ে শিক্ষার্থীসহ পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ড্রেনে দ্রুত স্লাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন স্থানের ড্রেন ঢাকার জন্য এরই মধ্যে ২০-৩০টি স্লাব তৈরি করা হচ্ছে। খুব শিগগির ড্রেনের উন্মুক্ত স্থানে স্লাব বসানো হবে।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ড্রেনে স্ল্যাব নাই সে বিষয়টি আমাদের মাথায় আছে। এরই মধ্যে আমরা স্ল্যাব তৈরি করে ফেলেছি। এখন শক্ত হলেই স্ল্যাব বসিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে