প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আগামী মঙ্গলবার থেকে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পাবে টেকনাফসহ কক্সবাজারবাসী। এ টিকার জন্য অপেক্ষায় রয়েছেন টেকনাফের ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে গত শুক্রবার রাতে দ্বিতীয় ডোজের বরাদ্দ হওয়া টিকা এসে পৌঁছেছে কক্সবাজারে। তবে ৩২ হাজার ২৯১ জন লোক অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের প্রতীক্ষায় থাকলেও ডোজ এসেছে ২৪ হাজার।
কক্সবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স থেকে কক্সবাজারে অ্যাস্ট্রেজেনেকার ২৪ হাজার ডোজ টিকা এসেছে। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এর আগে জেলায় অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৮৯ হাজার ৯৭১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৬৮০ জন। দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষায় আছেন আরও ৩২ হাজার ২৯১ জন।
দ্বিতীয় ডোজের অপেক্ষারতদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় আছেন-৩ হাজার ২১৫ জন, চকরিয়ায় ৪ হাজার ৩৫৫ জন, উখিয়ায় ২ হাজার ৫৫৪ জন, টেকনাফে ১ হাজার ৬৮৩ জন, কুতুবদিয়ায় ১ হাজার ৫৭৫ জন, পেকুয়ায় ২ হাজার ৭০ জন, রামুতে ৪ হাজার ২৩১ জন ও মহেশখালীতে ২ হাজার ৬০৮ জন।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল বলেন, চাহিদা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী মঙ্গলবারের আগে টিকা পৌঁছে দেওয়া হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. টিটু চন্দ্রশীল বলেন, এখনো টেকনাফে টিকা পৌঁছেনি। পাওয়া মাত্রই অপেক্ষাকৃতদের টিকা দেওয়া হবে।
কক্সবাজার সিভিল সার্জন মাহাবুবুর রহমান বলেন, আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।
আগামী মঙ্গলবার থেকে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পাবে টেকনাফসহ কক্সবাজারবাসী। এ টিকার জন্য অপেক্ষায় রয়েছেন টেকনাফের ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে গত শুক্রবার রাতে দ্বিতীয় ডোজের বরাদ্দ হওয়া টিকা এসে পৌঁছেছে কক্সবাজারে। তবে ৩২ হাজার ২৯১ জন লোক অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের প্রতীক্ষায় থাকলেও ডোজ এসেছে ২৪ হাজার।
কক্সবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স থেকে কক্সবাজারে অ্যাস্ট্রেজেনেকার ২৪ হাজার ডোজ টিকা এসেছে। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এর আগে জেলায় অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৮৯ হাজার ৯৭১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৬৮০ জন। দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষায় আছেন আরও ৩২ হাজার ২৯১ জন।
দ্বিতীয় ডোজের অপেক্ষারতদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় আছেন-৩ হাজার ২১৫ জন, চকরিয়ায় ৪ হাজার ৩৫৫ জন, উখিয়ায় ২ হাজার ৫৫৪ জন, টেকনাফে ১ হাজার ৬৮৩ জন, কুতুবদিয়ায় ১ হাজার ৫৭৫ জন, পেকুয়ায় ২ হাজার ৭০ জন, রামুতে ৪ হাজার ২৩১ জন ও মহেশখালীতে ২ হাজার ৬০৮ জন।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল বলেন, চাহিদা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী মঙ্গলবারের আগে টিকা পৌঁছে দেওয়া হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. টিটু চন্দ্রশীল বলেন, এখনো টেকনাফে টিকা পৌঁছেনি। পাওয়া মাত্রই অপেক্ষাকৃতদের টিকা দেওয়া হবে।
কক্সবাজার সিভিল সার্জন মাহাবুবুর রহমান বলেন, আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।
আওয়ামী সমর্থক অপবাদ দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চড়কগাছিয়া গ্রামের সাপলেজা মাছ বাজারে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
৮ মিনিট আগেশিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
২ ঘণ্টা আগে