পঞ্চান্ন বছরেও ভবন হয়নি বিদ্যালয়ে

মিল্টন চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) 
Thumbnail image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইনবোর্ডে লেখা অনুযায়ী ১৯৬৫ সালে সিন্দুকছড়ি ইউনিয়নে স্থাপিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

সিন্দুকছড়ি ইউনিয়নটি এত দিন জেলার মহালছড়ি উপজেলার অধীনে ছিল। পরে জেলার তিন উপজেলার ৩টি ইউনিয়ন মিলে গুইমারা উপজেলা সৃষ্টি হয়। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯ তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেওয়া হয়। এতে সিন্দুকছড়ি ইউনিয়নটি গুইমারা উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রি প্রু চাই মারমা জানান, বিদ্যালয়ে বর্তমানে ৩ জন শিক্ষক ও ১ জন দপ্তরি আছেন। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৯৬। উপজেলা সীমানা জটিলতার কারণে বিদ্যালয়টি এত দিন অবহেলায় পড়ে ছিল। ৪ মাস আগে ভবনের জন্য আবেদন করা হয়েছে। এর পর দুইবার প্রকৌশলী এসে জায়গাটি মেপে গেছেন। আশা করি এবার ভবন হয়ে যাবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ধুছড়ি ইউনিয়নে সব বিদ্যালয়ের কার্যক্রম মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে পরিচালিত হতো।  গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আরও ২টি প্রাথমিক বিদ্যালয়ে এখনো ভবন হয়নি। এ তিনটি বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত