নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলাটি করেন চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার সৈয়দ মো. মোস্তাকিম। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন–পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেলে আদালত এক আদেশে সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ২৭ মার্চ প্রতিবেদন জমা দিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘বিবাদীদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ (১), ২ এর ক, খ ও গ এবং ১৫ (১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই আইনে ১১ ধারায় বাদীর জানমালের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।’
মামলা সূত্রে জানা গেছে, সৈয়দ মোস্তাকিম তাঁর মাকে গত সাত বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তাঁরা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পরে সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেপ্তার করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় তাঁকে মারধর ও নির্যাতনের অভিযোগ করা হয়। এ সময় উপপরিদর্শক আবদুল আজিজ বাদীকে ক্রসফায়ারের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মোস্তাকিমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ / ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচলাইশ থানা-পুলিশ।
চট্টগ্রামে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলাটি করেন চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার সৈয়দ মো. মোস্তাকিম। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন–পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেলে আদালত এক আদেশে সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ২৭ মার্চ প্রতিবেদন জমা দিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘বিবাদীদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ (১), ২ এর ক, খ ও গ এবং ১৫ (১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই আইনে ১১ ধারায় বাদীর জানমালের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।’
মামলা সূত্রে জানা গেছে, সৈয়দ মোস্তাকিম তাঁর মাকে গত সাত বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তাঁরা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পরে সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেপ্তার করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় তাঁকে মারধর ও নির্যাতনের অভিযোগ করা হয়। এ সময় উপপরিদর্শক আবদুল আজিজ বাদীকে ক্রসফায়ারের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মোস্তাকিমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ / ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচলাইশ থানা-পুলিশ।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে