কক্সবাজার স্পেশাল ট্রেন চলবে আরো একমাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৬
Thumbnail image

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। 

চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। 

এর আগে, চলতি বছরের ঈদুল ফিতরের আগে ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনটি যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা থাকায় ঈদের পর টানা ৫২ দিন যাত্রী পরিবহন করে স্পেশাল ট্রেনটি। পরে ক্রু ও ইঞ্জিনের সংকটের কারণ দেখিয়ে ৩০ মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে। ঈদুল আজহার সময় ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু করা হয়। 

কক্সবাজার স্পেশাল ট্রেনে আসনসংখ্যা ৭৪৩। কোচ রয়েছে ১৬টি। স্ট্যান্ডিং টিকিট ছাড়া প্রতিদিন আয় ১ লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা। টিকিট বেশি বিক্রি হলে আয়ও বেড়ে যায়। এ রুটে যাত্রীদের চাহিদা রয়েছে বেশি। টিকিট বিক্রিও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত