Ajker Patrika

পারকি সৈকতের মাটি কাটা নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৩, ১৯: ৪৪
পারকি সৈকতের মাটি কাটা নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

পারকি সমুদ্রসৈকতে সরকারি খাসজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

জানা গেছে, গতকাল সৈকতের উত্তর পাশে সরকারি খাসজমি থেকে মাটি কাটার সময় স্থানীয় কয়েক ব্যক্তি তা বন্ধ করে দেন। আটকে রাখেন মাটি কাটার যন্ত্র। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মোতায়েন করে। 

মাটি কাটার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনোয়ারা হোসেন জানান, জমির মালিক আখতারুজ্জামান মিজান নামে এক ব্যক্তির কাছ থেকে মাটি কেনেন তিনি। মাটি কেটে আনার সময় স্থানীয় একটি গ্রুপ চাঁদা দাবি করে। তাদের চাঁদার টাকা না দেওয়ায় কাজে বাধা দেয়। 

তবে স্থানীয় পারকি এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ‘সৈকতের বেড়িবাঁধসংলগ্ন সরকারি খাসজমির মাটি কাটায় আমরা বাধা দিয়েছি। চাঁদা দাবির প্রশ্নই আসে না। মাটি কাটার কারণে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আখতারুজ্জামান মিজান সরকারি খাসজমিতে মৎস্য ঘের তৈরি করেছে। এখানে তার কোনো মালিকানা জমি নেই।’ 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সৈকতে মাটি কাটা নিয়ে দুপক্ষের উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত