ফরিদগঞ্জে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৩: ৪৭
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসব ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজিবাড়িতে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।’ 

স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখায় দিনমজুর খোরশেদ আলম খোকা, বিল্লাল হোসেন ও স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া লিলু বেগমের বসতঘর পুড়ে গেছে। এতে তাঁদের ঘরসহ আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় তিনটি পরিবার সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত