পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নবগঠিত কমিটির দুজন সহসভাপতির পদত্যাগের পর এবার যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টুও পদত্যাগ পত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় কমিটির দপ্তরে। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন যুবলীগ নেতা তাদের দেওয়া পদ প্রত্যাখ্যান করে পদত্যাগ করলেন। এ দিকে দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সম্পাদকের পদত্যাগপত্র যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গ্রহণ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
আজ রোববার সকালে নবগঠিত জেলা কমিটির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টু কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে নাছির উদ্দীন মিন্টু লেখেন, ‘আমি আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসম্পাদক হই। সদ্য গঠিত চট্টগাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব অর্পণ করে আমাকে আরেকবার সম্মানিত করার জন্য আমি আপনার নিকট আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আমি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক হিসেবে আপনার প্রদত্ত পবিত্র দায়িত্ব পালন করছি, বিধায় আমি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। যার মাধ্যমে অন্য একজন দক্ষ, মেধাবী এবং পরিশ্রমী সংগঠক উক্ত পবিত্র দায়িত্ব পালনের সুযোগ পাবে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ করে আপনার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবেন।’
পদত্যাগের বিষয়ে নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টু বলেন, ‘আমার তো কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদকের একটি পদ আছে। আমিতো দুটি পদের এক সাথে দায়িত্ব পালন করতে পারব না। তাই কেন্দ্রীয় কমিটির পদটিতে আমি দায়িত্ব পালন করব এবং নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক পদে রাখাটা আমার পক্ষে সম্ভব না। তাই জেলা কমিটির এ পদ থেকে আমি পদত্যাগ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছি।’
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (রোববার) পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সম্পাদকের পদত্যাগপত্র পেয়েছি এবং অফিশিয়ালি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা তাদের পাঠানো চিঠি গ্রহণ করে তাদের চেষ্টা করছি আজকের মধ্যে (ফরওয়ার্ড) করে পাঠিয়ে দেওয়ার জন্য। যাতে তাঁরাও বুঝতে পারে আমরা তাদের পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছি।’
গত বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৩৫ জনের (আংশিক) নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে। সেদিন কমিটি ঘোষণার পরপরই জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহসভাপতি পার্থ সারথি চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি মোহাম্মদ ফারুক পদত্যাগ করেন। তাঁরা তাদের কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অজুহাতে পদত্যাগ করেন।
পদত্যাগের বিষয়ে ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক বলেন, ‘আওয়ামী লীগ থেকে এনে কেন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক করতে হবে? যুবলীগে কী নেতা কর্মীর অভাব ছিল? এখানে গঠনতন্ত্র কোথায় অনুসরণ করা হয়েছে? শুধু তাই নয়, সভাপতি পদ যিনি পেয়েছেন, সম্মেলনে তিনি প্রার্থীও হননি। সম্মেলনে উনার কোনো প্রস্তাবকারী ও সমর্থনকারী ছিল না। আমরা এই অনিয়মের তদন্ত দাবি করছি। তাই পদত্যাগ করেছি। এ বিষয়ে মাননীয় নেত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’
পদত্যাগকারী আরেক সহসভাপতি পার্থ সারথী চৌধুরী বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় কমিটি যাদের দিয়ে কাজ চলবে বলে মনে করেছে, তাদের পদ দিয়েছে। ১২ বছর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাহী পদে ছিলাম। আমি মনে করেছি সহসভাপতি হিসেবে সেই নির্বাহী দায়িত্ব পালন সম্ভব না। আমি সভাপতি প্রার্থী ছিলাম। সহসভাপতি পদ আমি চাইনি। তাই লিখিতভাবে সাংগঠনিক উপায়ে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে পদত্যাগ করেছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নবগঠিত কমিটির দুজন সহসভাপতির পদত্যাগের পর এবার যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টুও পদত্যাগ পত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় কমিটির দপ্তরে। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন যুবলীগ নেতা তাদের দেওয়া পদ প্রত্যাখ্যান করে পদত্যাগ করলেন। এ দিকে দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সম্পাদকের পদত্যাগপত্র যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গ্রহণ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
আজ রোববার সকালে নবগঠিত জেলা কমিটির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টু কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে নাছির উদ্দীন মিন্টু লেখেন, ‘আমি আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসম্পাদক হই। সদ্য গঠিত চট্টগাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব অর্পণ করে আমাকে আরেকবার সম্মানিত করার জন্য আমি আপনার নিকট আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আমি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক হিসেবে আপনার প্রদত্ত পবিত্র দায়িত্ব পালন করছি, বিধায় আমি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। যার মাধ্যমে অন্য একজন দক্ষ, মেধাবী এবং পরিশ্রমী সংগঠক উক্ত পবিত্র দায়িত্ব পালনের সুযোগ পাবে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ করে আপনার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবেন।’
পদত্যাগের বিষয়ে নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মিন্টু বলেন, ‘আমার তো কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদকের একটি পদ আছে। আমিতো দুটি পদের এক সাথে দায়িত্ব পালন করতে পারব না। তাই কেন্দ্রীয় কমিটির পদটিতে আমি দায়িত্ব পালন করব এবং নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক পদে রাখাটা আমার পক্ষে সম্ভব না। তাই জেলা কমিটির এ পদ থেকে আমি পদত্যাগ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছি।’
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (রোববার) পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সম্পাদকের পদত্যাগপত্র পেয়েছি এবং অফিশিয়ালি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা তাদের পাঠানো চিঠি গ্রহণ করে তাদের চেষ্টা করছি আজকের মধ্যে (ফরওয়ার্ড) করে পাঠিয়ে দেওয়ার জন্য। যাতে তাঁরাও বুঝতে পারে আমরা তাদের পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছি।’
গত বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৩৫ জনের (আংশিক) নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে। সেদিন কমিটি ঘোষণার পরপরই জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহসভাপতি পার্থ সারথি চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি মোহাম্মদ ফারুক পদত্যাগ করেন। তাঁরা তাদের কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অজুহাতে পদত্যাগ করেন।
পদত্যাগের বিষয়ে ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক বলেন, ‘আওয়ামী লীগ থেকে এনে কেন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক করতে হবে? যুবলীগে কী নেতা কর্মীর অভাব ছিল? এখানে গঠনতন্ত্র কোথায় অনুসরণ করা হয়েছে? শুধু তাই নয়, সভাপতি পদ যিনি পেয়েছেন, সম্মেলনে তিনি প্রার্থীও হননি। সম্মেলনে উনার কোনো প্রস্তাবকারী ও সমর্থনকারী ছিল না। আমরা এই অনিয়মের তদন্ত দাবি করছি। তাই পদত্যাগ করেছি। এ বিষয়ে মাননীয় নেত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’
পদত্যাগকারী আরেক সহসভাপতি পার্থ সারথী চৌধুরী বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় কমিটি যাদের দিয়ে কাজ চলবে বলে মনে করেছে, তাদের পদ দিয়েছে। ১২ বছর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাহী পদে ছিলাম। আমি মনে করেছি সহসভাপতি হিসেবে সেই নির্বাহী দায়িত্ব পালন সম্ভব না। আমি সভাপতি প্রার্থী ছিলাম। সহসভাপতি পদ আমি চাইনি। তাই লিখিতভাবে সাংগঠনিক উপায়ে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে পদত্যাগ করেছি।’
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৬ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২৬ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৬ মিনিট আগে