কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
‘সাংগ্রাইমা ঞিঞি ঞাঞা রিকজাইগাইপামে, ওও ঞি কো রো ওও মি ম্রি রো, লাগাই লাগাই, চুইপ্যগাইমেলেহ্।’ অর্থাৎ নববর্ষে সবাই মিলে এক সমানে একসঙ্গে জল খেলতে যায়, ও ও ভাইয়েরা, ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়। আজ শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা রাঙামাটির কাপ্তাইয়ে এই গান গেয়েই সাংগ্রাই বা বর্ষবরণের সূচনা করেছে।
সাংগ্রাই উৎসবের অংশ জলকেলির অন্যতম জনপ্রিয় এই গানকে বলা হয় ‘রিলং পোয়ে’। গানটি গেয়ে যখন মারমা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন—তখন হাজারো লোকের কলরবে মুখরিত হয়ে ওঠে কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহার মাঠ। এই যেন প্রাণের উৎসবে মিলিত হয়েছেন তাঁরা।
কাপ্তাইয়ের শত বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারের সাংগ্রাই রিলং পোয়ে উদ্যাপন কমিটি এর আয়োজন করে। এর আগে আজ সকাল ১০টার দিকে বিহারসংলগ্ন মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে তালে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় শত শত মারমা সম্প্রদায়ের নর-নারী অংশ নেন।
পুরোনো বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায় সাংগ্রাই রিলং পোয়ে গেয়ে থাকে। এদিন মারমা যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরোনো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান।
এ ছাড়া উৎসব উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
‘সাংগ্রাই রিলং পোয়ে’ উৎসবে অংশ নিতে আসা কাপ্তাইয়ের মারমা শিল্পী শোয়ে মে চৌধুরী বলেন, ‘সাংগ্রাই উৎসব, আমাদের প্রাণের উৎসব। বছরের এই দিনে আমরা সবাই মিলিত হই, আনন্দ করি।’
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ক্যচিং প্রু মারমা বলেন, ‘মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবকে ঘিরে এখন উৎসবে-আনন্দে মাতোয়ারা সমগ্র চিৎমরম এলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটেছে এই এলাকায়।’
উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব পাই সুই উ মারমা বলেন, ‘এই সাংগ্রাই জল উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরছি। সব ভেদাভেদ ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নেব।’
এদিকে সাংগ্রাই রিলং পোয়ে: উৎসব উপলক্ষে বিহারসংলগ্ন মাঠে আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা হয়। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে অ্যাডভোকেট হ্লা থোয়াই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আর সামাজিক উৎসবের মাধ্যমে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা যুগ্ম জজ মিল্টন হোসেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বাবু ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ক্যচিং প্রু মারমা। আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন স্থানীয় মারমা শিল্পীরা।
মূলত ১৫ এপ্রিল মূল সাংগ্রাই উৎসব উদ্যাপন হলেও ১৩ এপ্রিল হতে চিৎমরম এলাকায় বসে বৈশাখী মেলা। দূর-দূরান্ত থেকে হরের রকম পণ্য নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা তাঁদের পসরা সাজিয়েছেন এ উৎসবে।
‘সাংগ্রাইমা ঞিঞি ঞাঞা রিকজাইগাইপামে, ওও ঞি কো রো ওও মি ম্রি রো, লাগাই লাগাই, চুইপ্যগাইমেলেহ্।’ অর্থাৎ নববর্ষে সবাই মিলে এক সমানে একসঙ্গে জল খেলতে যায়, ও ও ভাইয়েরা, ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়। আজ শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা রাঙামাটির কাপ্তাইয়ে এই গান গেয়েই সাংগ্রাই বা বর্ষবরণের সূচনা করেছে।
সাংগ্রাই উৎসবের অংশ জলকেলির অন্যতম জনপ্রিয় এই গানকে বলা হয় ‘রিলং পোয়ে’। গানটি গেয়ে যখন মারমা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন—তখন হাজারো লোকের কলরবে মুখরিত হয়ে ওঠে কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহার মাঠ। এই যেন প্রাণের উৎসবে মিলিত হয়েছেন তাঁরা।
কাপ্তাইয়ের শত বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারের সাংগ্রাই রিলং পোয়ে উদ্যাপন কমিটি এর আয়োজন করে। এর আগে আজ সকাল ১০টার দিকে বিহারসংলগ্ন মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে তালে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় শত শত মারমা সম্প্রদায়ের নর-নারী অংশ নেন।
পুরোনো বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায় সাংগ্রাই রিলং পোয়ে গেয়ে থাকে। এদিন মারমা যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরোনো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান।
এ ছাড়া উৎসব উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
‘সাংগ্রাই রিলং পোয়ে’ উৎসবে অংশ নিতে আসা কাপ্তাইয়ের মারমা শিল্পী শোয়ে মে চৌধুরী বলেন, ‘সাংগ্রাই উৎসব, আমাদের প্রাণের উৎসব। বছরের এই দিনে আমরা সবাই মিলিত হই, আনন্দ করি।’
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ক্যচিং প্রু মারমা বলেন, ‘মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবকে ঘিরে এখন উৎসবে-আনন্দে মাতোয়ারা সমগ্র চিৎমরম এলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটেছে এই এলাকায়।’
উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব পাই সুই উ মারমা বলেন, ‘এই সাংগ্রাই জল উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরছি। সব ভেদাভেদ ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নেব।’
এদিকে সাংগ্রাই রিলং পোয়ে: উৎসব উপলক্ষে বিহারসংলগ্ন মাঠে আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা হয়। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে অ্যাডভোকেট হ্লা থোয়াই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আর সামাজিক উৎসবের মাধ্যমে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা যুগ্ম জজ মিল্টন হোসেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বাবু ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ক্যচিং প্রু মারমা। আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন স্থানীয় মারমা শিল্পীরা।
মূলত ১৫ এপ্রিল মূল সাংগ্রাই উৎসব উদ্যাপন হলেও ১৩ এপ্রিল হতে চিৎমরম এলাকায় বসে বৈশাখী মেলা। দূর-দূরান্ত থেকে হরের রকম পণ্য নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা তাঁদের পসরা সাজিয়েছেন এ উৎসবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছে, হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ‘অপারেশন থান্ডারবোল্ট’ চালিয়ে আলোচনায় আসা সাবেক সামরিক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এই সাবেক সেনা কর্মকর্তা হলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল...
৫ ঘণ্টা আগে‘চাঁদরাতেই হাতে মেহেদি দেওয়ার চাহিদা বেশি থাকে। তাই আমরা চাঁদরাতের অপেক্ষাতেই আছি।’ বলছিলেন মেহেদি আর্টিস্ট সুমনা আক্তার ইতি। রাজধানীর বনশ্রীর এম ব্লকে আড়ংয়ের সামনের সড়কের পাশে গতকাল শনিবার থেকে মেহেদির উপকরণ নিয়ে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বোন সুমাইয়া আক্তার। দুই বোন মিলে গ্রাহকদের হাত রাঙাচ্ছেন...
৫ ঘণ্টা আগেমতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে দুটি প্যাকেজে। একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণকাজ, অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশনসংশ্লিষ্ট সংকেত ব্যবস্থাসহ অন্যান্য টেকনিক্যাল কাজ।
৬ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় নিয়োগ-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জামাল আহমেদ মোল্লার বিরুদ্ধে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার চার মাসেও কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বলছেন, কর্মজটের কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি...
৬ ঘণ্টা আগে