টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে অপহরণের একদিন পর মুক্তি দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় অপহরণকারীরা কিশোরকে মুক্তি দেয়।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোর আব্দুর রহমান ওরফে আবছার (১৬) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহের ছেলে।
ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ঘটনার পর থেকে অপহৃত কিশোর আব্দুর রহমান ওরফে আবছারকে উদ্ধার এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। পুলিশের সদস্যরা গহিন পাহাড়ে দুর্বৃত্তদের সম্ভাব্য গোপন আস্তানা ঘিরে ফেলে। গ্রেপ্তার এড়াতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কৌশলের আশ্রয় নেয়। একপর্যায়ে শনিবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় তারা অপহৃত কিশোরকে মুক্তি দেয়। পরে ভুক্তভোগী কিশোর আব্দুর রহমান লোকালয়ে এলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।
ভুক্তভোগী কিশোরের আত্মীয় ও বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরের সদস্যরা হতদরিদ্র ও সাধারণ মানুষ। তার পরিবারের স্বজনরা কেউ মোবাইল ফোন ব্যবহার করে না। ফলে দুর্বৃত্তরা ফোনকল করে মুক্তিপণ দাবি করার কোনো সুযোগ পায়নি। মুক্তিপণ দাবি করতে মোবাইল ফোন নম্বর জোগাড়ের জন্য দুর্বৃত্তরা আব্দুর রহমানের ওপর শারীরিক নির্যাতন চালায়। এতে সে আহত হয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার কক্সবাজারের টেকনাফে একদল রোহিঙ্গা এক কিশোরকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন এক পানচাষি। তিনি এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী কিশোর ও গুলিবিদ্ধ কৃষক সম্পর্কে মামা-ভাগনে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ।
কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে অপহরণের একদিন পর মুক্তি দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় অপহরণকারীরা কিশোরকে মুক্তি দেয়।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোর আব্দুর রহমান ওরফে আবছার (১৬) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহের ছেলে।
ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ঘটনার পর থেকে অপহৃত কিশোর আব্দুর রহমান ওরফে আবছারকে উদ্ধার এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। পুলিশের সদস্যরা গহিন পাহাড়ে দুর্বৃত্তদের সম্ভাব্য গোপন আস্তানা ঘিরে ফেলে। গ্রেপ্তার এড়াতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কৌশলের আশ্রয় নেয়। একপর্যায়ে শনিবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় তারা অপহৃত কিশোরকে মুক্তি দেয়। পরে ভুক্তভোগী কিশোর আব্দুর রহমান লোকালয়ে এলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।
ভুক্তভোগী কিশোরের আত্মীয় ও বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরের সদস্যরা হতদরিদ্র ও সাধারণ মানুষ। তার পরিবারের স্বজনরা কেউ মোবাইল ফোন ব্যবহার করে না। ফলে দুর্বৃত্তরা ফোনকল করে মুক্তিপণ দাবি করার কোনো সুযোগ পায়নি। মুক্তিপণ দাবি করতে মোবাইল ফোন নম্বর জোগাড়ের জন্য দুর্বৃত্তরা আব্দুর রহমানের ওপর শারীরিক নির্যাতন চালায়। এতে সে আহত হয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার কক্সবাজারের টেকনাফে একদল রোহিঙ্গা এক কিশোরকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন এক পানচাষি। তিনি এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী কিশোর ও গুলিবিদ্ধ কৃষক সম্পর্কে মামা-ভাগনে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৩৭ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৪৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে