পটিয়ায় ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়েছে উপজেলা ছাত্রলীগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯: ৩৫
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৬

এবার কমিটি বিলুপ্তির এক মাস পর পটিয়া উপজেলা ছাত্রলীগের ১৭ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজারসহ হুইপ সামশুল হক চৌধুরী এমপির কার্যালয়ের তৃতীয় তলায় জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তবে পদপ্রত্যাশীদের অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত তিনজন উপজেলা নেতার কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। 

গতকাল শুক্রবার রাতে পটিয়া উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলার আওতাধীন ১৭টি ইউনিয়ন—কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, কাশিয়াইশ, আশিয়া, জঙ্গলখাইন, বড়লিয়া, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিতে সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার ১৭টি ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্তের সঙ্গে আরও সংযুক্ত করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি, এসএসসি সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জীবনবৃত্তান্তসহ উল্লেখিত সংযুক্তিগুলো খামের ওপর পদ-পদবি লিখে জমা দিতে হবে। 

আরও বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষত্রে ছাত্রলীগের গঠনতন্ত্র শতভাগ অনুসরণ করা হবে এবং গঠনতন্ত্রের পরিপন্থী হলে প্রার্থিতা বাতিল করা হবে। 

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের মেধাবী ও দক্ষ নেতৃত্ব গঠন করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা জীবনবৃত্তান্ত জমা দেবে, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে আমরা বিবেচনা করে আগ্রহী পদ-পদবি প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করব। এরপর তাদের নিয়ে কর্মিসভার মাধ্যমে ১৭ ইউনিয়নের দক্ষ ও মেধাবীদের নিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।’ 

উল্লেখ্য, গত ২৯ জুলাই উপজেলার ১৭ ইউনিয়নের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পটিয়া উপজেলা ছাত্রলীগ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত