Ajker Patrika

পুলিশ প্রহরায় উন্নয়নের ব্যানার টানালেন যুবলীগ নেতা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পুলিশ প্রহরায় উন্নয়নের ব্যানার টানালেন যুবলীগ নেতা

চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যানার-ফেস্টুন লাগাতে গিয়ে প্রহৃত হয়েছেন এক যুবলীগ নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের প্রহরায় তা টানানো হয়। আজ বৃহস্পতিবার বিকেল উপজেলার কুসুমপুরা হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রহৃত যুবলীগ নামর নাম তৌহিদুল আলম জুয়েল। তিনি কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমের ভাইপো। 

এ বিষয়ে কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পায়নি। আমাদের উপস্থিতিতে তাঁরা এলাকায় ব্যানার-ফেস্টুন লাগাচ্ছেন।’ 

যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম নিয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলমের ছাপানো ব্যানার-ফেস্টুন লাগাতে গেলে বিকেলে স্থানীয় এজাজ চৌধুরীর নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল এসে আমাকে চড়-থাপ্পড় দেয় এবং এলাকা ত্যাগ করতে বলে। এ সময় স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। 

এ ব্যাপারে অভিযুক্ত এজাজ চৌধুরীর মোবাইলে ফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে গত ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় এজাজ চৌধুরীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত