Ajker Patrika

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৭: ০৩
লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুরে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা যুবদলের উদ্যোগে শহরের চকবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।

এ সময় বক্তারা বলেন, ‘রাতের অন্ধকারে দরজা ভেঙে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে নির্যাতন করে। যা কোনো সভ্য সমাজে হয় না। অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।’ 

বক্তারা আরও বলেন, ‘এইভাবে হামলা, মামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক আবদুল আলীম হুমায়ুন, যুবদল নেতা রশিদুল হাসানা লিংকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবদল নেতা কিরন পাটওয়ারী, সামছুল আলম মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত