চৌদ্দগ্রা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজারে দফায় দফায় চলে এই সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পৌর বাজারের খিলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দুই দলের নেতা কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ।
নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করি। গতকাল রাত থেকে পুলিশ বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের হয়রানি করছে। বেলা সোয়া ১০টার দিকে শান্তিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল বের করে রেলগেট বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা কর্মীরা আমাদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চলায়। এতে আমাদের অন্তত অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে।’
আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘এ ছাড়াও উপজেলা সদরের বাইরে বিভিন্ন সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা অবস্থান নিয়ে আমাদের নেতা কর্মীদের আটক করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করা করেছে।’
উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশ আছে নাঙ্গলকোটে কোনো অবস্থাতেই অশান্ত করা যাবে না। যদি অশান্ত করে আপনারা তাদের প্রতিহত করবেন। সে অনুসারে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। বাজার আমাদের দখলেই ছিল। একপর্যায়ে তারা মিছিল বের করে আমাদের কর্মীদের ওপর পাথর নিক্ষেপ করেন। জবাবে আমাদের কর্মীরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের পাথরের আঘাতে আমাদের ৫ নেতা কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লায় নেওয়া হয়েছে।’ তবে আহতদের নাম জানাতে পারেনি তিনি।
সাদেক হোসেন আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভের নামে নৈরাজ্য চালিয়েছে। ভাঙচুর করেছে দোকানপাট। হামলা চালিয়েছে পুলিশের ওপরেও। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের ৫ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজারে দফায় দফায় চলে এই সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পৌর বাজারের খিলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দুই দলের নেতা কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ।
নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করি। গতকাল রাত থেকে পুলিশ বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের হয়রানি করছে। বেলা সোয়া ১০টার দিকে শান্তিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল বের করে রেলগেট বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা কর্মীরা আমাদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চলায়। এতে আমাদের অন্তত অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে।’
আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘এ ছাড়াও উপজেলা সদরের বাইরে বিভিন্ন সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা অবস্থান নিয়ে আমাদের নেতা কর্মীদের আটক করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করা করেছে।’
উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশ আছে নাঙ্গলকোটে কোনো অবস্থাতেই অশান্ত করা যাবে না। যদি অশান্ত করে আপনারা তাদের প্রতিহত করবেন। সে অনুসারে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। বাজার আমাদের দখলেই ছিল। একপর্যায়ে তারা মিছিল বের করে আমাদের কর্মীদের ওপর পাথর নিক্ষেপ করেন। জবাবে আমাদের কর্মীরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের পাথরের আঘাতে আমাদের ৫ নেতা কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লায় নেওয়া হয়েছে।’ তবে আহতদের নাম জানাতে পারেনি তিনি।
সাদেক হোসেন আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভের নামে নৈরাজ্য চালিয়েছে। ভাঙচুর করেছে দোকানপাট। হামলা চালিয়েছে পুলিশের ওপরেও। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের ৫ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে