নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে পণ্যবাহী গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া রসিদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজি করে আসছে বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭-এর একাধিক টিম। ওই অভিযান শেষে বিকেলে র্যাব-৭ প্রেস বিফ্রিংয়ে করে বিষয়টি জানায়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, চট্টগ্রামসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ নাগরিকেরা দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সময় র্যাব ও ভোক্তা অধিকার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাময়িকভাবে স্বাভাবিক থাকলেও পরে আবারও উচ্চ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে।
বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছে। পণ্যবাহী গাড়িগুলো থেকে চাঁদা আদায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির একটি কারণও। চট্টগ্রাম মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলায় বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদি।
এই বিষয়টি মাথায় রেখে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ সারা দেশে র্যাবের বিভিন্ন ইউনিট নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পাইকারি বাজারসহ বিভিন্ন স্থানের চাঁদাবাজির তথ্য উদ্ঘাটনের কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক বলেন, নির্ধারিত দিনে কাপ্তাই রাস্তার মাথা, বালুর টাল, পাহাড়তলী, আকবরশাহ, একে খান মোড়, অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে পণ্যবাহী গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া রসিদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজি করে আসছে বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭-এর একাধিক টিম। ওই অভিযান শেষে বিকেলে র্যাব-৭ প্রেস বিফ্রিংয়ে করে বিষয়টি জানায়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, চট্টগ্রামসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ নাগরিকেরা দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সময় র্যাব ও ভোক্তা অধিকার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাময়িকভাবে স্বাভাবিক থাকলেও পরে আবারও উচ্চ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে।
বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছে। পণ্যবাহী গাড়িগুলো থেকে চাঁদা আদায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির একটি কারণও। চট্টগ্রাম মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলায় বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদি।
এই বিষয়টি মাথায় রেখে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ সারা দেশে র্যাবের বিভিন্ন ইউনিট নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পাইকারি বাজারসহ বিভিন্ন স্থানের চাঁদাবাজির তথ্য উদ্ঘাটনের কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক বলেন, নির্ধারিত দিনে কাপ্তাই রাস্তার মাথা, বালুর টাল, পাহাড়তলী, আকবরশাহ, একে খান মোড়, অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৩২ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
৪০ মিনিট আগে