রায়পুরে মাটি খুঁড়ে মিলল ১৬ আগ্নেয়াস্ত্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৩১
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ১৬টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে অস্ত্রগুলো জব্দ করে।

ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের ভবন নির্মাণকাজের মাটি খুঁড়তে গেলে একটি স্থানে অস্ত্রগুলো দেখতে পাই। এরপর পুলিশকে বিষয়টি জানাই। আমাদের বাড়ি ও এলাকায় অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হয়তো এগুলো কেউ রেখে থাকতে পারেন বলে আমাদের ধারণা।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় মরিচা ধরে অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তবে এগুলোর সঙ্গে কোনো গুলি পাওয়া যায়নি।’

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো এখানে কীভাবে এসেছে বা কারা রেখেছেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত