উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত রয়েছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান-ব্লক রেইড। এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে কথিত রোহিঙ্গা সংগঠন আরসার সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
এর ধারবাহিকতায় আজ মঙ্গলবার ভোর রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ ওরফে মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-৮। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এপিবিএন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, ওই সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যাম্পের ব্লক-ডি/ ১৩-এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক ও মো. আরিফ উল্লাহ, ফিরোজ মিয়া, সেলিমকে আটক করা হয়।
আটককৃতদের কেউ কেউ চিহ্নিত আরসার সদস্য এবং মাদক কারবারি উল্লেখ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত রয়েছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান-ব্লক রেইড। এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে কথিত রোহিঙ্গা সংগঠন আরসার সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
এর ধারবাহিকতায় আজ মঙ্গলবার ভোর রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ ওরফে মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-৮। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এপিবিএন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, ওই সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যাম্পের ব্লক-ডি/ ১৩-এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক ও মো. আরিফ উল্লাহ, ফিরোজ মিয়া, সেলিমকে আটক করা হয়।
আটককৃতদের কেউ কেউ চিহ্নিত আরসার সদস্য এবং মাদক কারবারি উল্লেখ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
১২ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
১৫ মিনিট আগে