কাপ্তাইয়ে ঘরের তালা ভাঙতেই মিলল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২: ৪৮
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৩: ০৫

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে জাহিদ হাসান জয় (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার এক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি আবিষ্কার করে পুলিশ। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় মো. দুলাল উদ্দিনের ছেলে। 

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের বাসায় ভাড়া থাকতেন জয়। মো. নবী হোসেন বলেন, ‘ছেলেটি আমার বাসার ওই কক্ষে একা ভাড়া থাকত। সে অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল। নিয়মিত ভাড়া পরিশোধ করত। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারছি না।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. ইমাম আলী জানান, একই ভবনে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী ওই রুম থেকে গন্ধ বের হতে দেখে নিচে এসে বাজারের ব্যবসায়ীদের জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে তাঁরা এসে ঘরের তালা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, গত ৬ এপ্রিল শবে কদরের রাতে আনুমানিক ১০টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।’ 

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত