Ajker Patrika

রামুতে অধিকাংশ আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ১০: ৫৬
রামুতে অধিকাংশ আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা

কক্সবাজারের রামুতে অধিকাংশ আশ্রয়কেন্দ্র ফাঁকা পড়ে আছে। ঘূর্ণিঝড় মোখা আসার পূর্বাভাস দিয়ে গতকাল সকাল থেকেই সচেতনতামূলক মাইকিং করা হলেও উপজেলার অধিকাংশ মানুষ এখনো যার যার ঘরেই অবস্থান করছেন। আজ রোববার সকাল ৯টায় উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায় লোকজন আশ্রয়কেন্দ্রে আসেনি। উপজেলার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা কাউয়ারখোপ ইউনিয়নেও একই অবস্থা। ঝুঁকি নিয়েই অনেক মানুষ পাহাড়ের পাদদেশে বাস করছে। 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, গতকাল থেকেই মানুষকে সচেতন করে প্রচারণামূলক মাইকিং করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া অবধি উপজেলার দুটি আশ্রয়কেন্দ্রে হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে, তা-ও সেগুলো সাগরের কাছাকাছি বলে। এ দুটি হলো পেঁচার দ্বীপ ও খুনিয়াপালং আশ্রয়কেন্দ্র।

রোববার সকালে গিয়ে দেখা যায়, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হলেও গতকাল থেকে একজনও আসেনি এখানে। এই স্কুলের অফিস সহকারী জসিম উদ্দিন বলেন, গতকাল থেকে আশ্রয়কেন্দ্র হিসেবে এই স্কুল ভবন খোলা আছে, কিন্তু কেউ আসেনি এখনো পর্যন্ত। মানুষ সহজে ঘর ছেড়ে বাইরে যেতে চান না। 

পূর্ব রাজারকুলের সাইক্লোন সেল্টারেও গিয়ে দেখা যায় কোনো লোক আশ্রয় নিতে আসেননি। কেবল কয়েকটি গরু চোখে পড়ে সেখানে। মানুষের মধ্যে চাপা ভয় থাকলেও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না। কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলেও শতাধিকের বেশি পরিবার এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছেন। 

মনিরঝিলের বাসিন্দা ছৈয়দ নূর জানান, এর আগেও অনেক ঘূর্ণিঝড়, বন্যা এখানে থেকেই মোকাবিলা করেছি। আশা করি ঝামেলা হবে না। 

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রোববার ভোর ৪টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রামুতে। বাঁকখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। 

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, ইউনিয়নভিত্তিক জরুরি মেডিকেল সহায়তায় টিম গঠন করে দেওয়া হয়েছে। সবাই প্রস্তুত আছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত