নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।
জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৬ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২১ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে