নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের জন্য ১৬ মার্চ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বাঁশখালীতে দায়ের হওয়া মামলাটির আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে শুনানি শেষে নতুন এ আদেশ দেন।’
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালে ১৭ অক্টোবর একই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত মামলাটি অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানির নির্দেশনা প্রদান করে মামলাটি নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করেন।’
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে দুর্গাপূজার সময় বাঁশখালী ৬ নম্বর বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া গ্রামে একটি পূজা মণ্ডপে চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের তৎকালীন যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মাহমুদুল ইসলাম চৌধুরীকে।
উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ নাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের জন্য ১৬ মার্চ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বাঁশখালীতে দায়ের হওয়া মামলাটির আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে শুনানি শেষে নতুন এ আদেশ দেন।’
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালে ১৭ অক্টোবর একই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত মামলাটি অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানির নির্দেশনা প্রদান করে মামলাটি নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করেন।’
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে দুর্গাপূজার সময় বাঁশখালী ৬ নম্বর বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া গ্রামে একটি পূজা মণ্ডপে চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের তৎকালীন যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মাহমুদুল ইসলাম চৌধুরীকে।
উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ নাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
আহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে