মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
ঈদ হয়েছে চার দিন হলো। তবে সেই ঈদের আনন্দ স্পর্শ করেনি এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি নাবিকদের ঘরে। জিম্মি হওয়া নাবিকদের পরিবারের দিন কাটছিল অনেক শঙ্কা নিয়ে। তবে নববর্ষের প্রথম দিনে কেটেছে সেই শঙ্কা।
৩২ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়েছে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ২৩ নাবিক। জিম্মি থেকে মুক্ত হওয়ায় এখন ঈদের আনন্দ বইছে মুক্ত হওয়া নাবিকদের ঘরে ঘরে।
এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিকের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারজন নাবিক ছিলেন। তাঁরা হলেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিন শরীফের ছেলে নূর উদ্দিন (জিএস), আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সামসুদ্দিন শিমুল (ওয়েলার), একই এলাকার গাজু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (এবি) এবং মোহাম্মদ আখতারের ছেলে আসিফুর রহমান (এবি)।
মোবাইল ফোনে ভিডিও কলে জাহাজটির ওয়েলার মোহাম্মদ সামসুদ্দিন শিমুলের সঙ্গে কথা বলছিলেন তাঁর বড় বোনের স্বামী মো. বদরুল হক।
বদরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ এপ্রিল সকলে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আবারও কোনো জাহাজের মাধ্যমে তাদের চট্টগ্রামে আনা হবে, এতে সময় লাগবে আরও ২০-২৫ দিন। সবাই সুস্থ রয়েছে বলে আমাদের জানিয়েছে। ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে। সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে—এই খবর শোনার পর ভালো লাগছে। খুবই আন্তরিক ছিল জাহাজ কর্তৃপক্ষ।’
মোহাম্মদ সামসুদ্দিন শিমুল ভিডিও কলে তাঁদের বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩১ দিন পর জলদস্যুদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। যেদিন জলদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছি, তখন মনে করেছি আর ফিরতে পারব না। জিম্মি হওয়ার পরে জলদস্যুরা অত্যাচার ও নির্যাতন না করলেও দুশ্চিন্তা হয়েছিল বেশি। আল্লাহর রহমত ও জাহাজ কর্তৃপক্ষের প্রচেষ্টায় মুক্তি পেয়েছি। এখন অপেক্ষা রয়েছি কখন বাড়ি যাব।’
আরও পড়ুন:
ঈদ হয়েছে চার দিন হলো। তবে সেই ঈদের আনন্দ স্পর্শ করেনি এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি নাবিকদের ঘরে। জিম্মি হওয়া নাবিকদের পরিবারের দিন কাটছিল অনেক শঙ্কা নিয়ে। তবে নববর্ষের প্রথম দিনে কেটেছে সেই শঙ্কা।
৩২ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়েছে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ২৩ নাবিক। জিম্মি থেকে মুক্ত হওয়ায় এখন ঈদের আনন্দ বইছে মুক্ত হওয়া নাবিকদের ঘরে ঘরে।
এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিকের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারজন নাবিক ছিলেন। তাঁরা হলেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিন শরীফের ছেলে নূর উদ্দিন (জিএস), আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সামসুদ্দিন শিমুল (ওয়েলার), একই এলাকার গাজু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (এবি) এবং মোহাম্মদ আখতারের ছেলে আসিফুর রহমান (এবি)।
মোবাইল ফোনে ভিডিও কলে জাহাজটির ওয়েলার মোহাম্মদ সামসুদ্দিন শিমুলের সঙ্গে কথা বলছিলেন তাঁর বড় বোনের স্বামী মো. বদরুল হক।
বদরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ এপ্রিল সকলে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আবারও কোনো জাহাজের মাধ্যমে তাদের চট্টগ্রামে আনা হবে, এতে সময় লাগবে আরও ২০-২৫ দিন। সবাই সুস্থ রয়েছে বলে আমাদের জানিয়েছে। ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে। সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে—এই খবর শোনার পর ভালো লাগছে। খুবই আন্তরিক ছিল জাহাজ কর্তৃপক্ষ।’
মোহাম্মদ সামসুদ্দিন শিমুল ভিডিও কলে তাঁদের বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩১ দিন পর জলদস্যুদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। যেদিন জলদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছি, তখন মনে করেছি আর ফিরতে পারব না। জিম্মি হওয়ার পরে জলদস্যুরা অত্যাচার ও নির্যাতন না করলেও দুশ্চিন্তা হয়েছিল বেশি। আল্লাহর রহমত ও জাহাজ কর্তৃপক্ষের প্রচেষ্টায় মুক্তি পেয়েছি। এখন অপেক্ষা রয়েছি কখন বাড়ি যাব।’
আরও পড়ুন:
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৭ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে