নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের এক গরু ব্যাপারী গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণে তাঁর একটি পা উড়ে গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বর্ডার গার্ড অবজারভেশন পোস্ট (বিওপি) ৪৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. গোলাম আকবর (২৫)। বাড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন।’
পরে আহত আকবরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে চোরাইপথে মিয়ানমারের ওপারে গরু আনতে যান গোলাম আকবর। সুযোগ বুঝে বেলা আড়াইটার দিকে ২টি গরু নিয়ে সীমানা পার হওয়ার সময় একটি গরু অন্যদিকে চলে যায়। আকবর সেটিকে ফেরাতে গেলে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের তার আকবরের পায়ে টান খায়। এতে মাইনটি বিস্ফোরণ ঘটলে তাঁর বাম পা উড়ে যায়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ৪৪ নম্বর পিলারের জামছড়ির সাপমারাঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন এক কাঠুরিয়া। তিনি অবৈধ পথে মিয়ানমার থেকে কাঠ আনতেন। এভাবে একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ওই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের এক গরু ব্যাপারী গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণে তাঁর একটি পা উড়ে গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বর্ডার গার্ড অবজারভেশন পোস্ট (বিওপি) ৪৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. গোলাম আকবর (২৫)। বাড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন।’
পরে আহত আকবরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে চোরাইপথে মিয়ানমারের ওপারে গরু আনতে যান গোলাম আকবর। সুযোগ বুঝে বেলা আড়াইটার দিকে ২টি গরু নিয়ে সীমানা পার হওয়ার সময় একটি গরু অন্যদিকে চলে যায়। আকবর সেটিকে ফেরাতে গেলে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের তার আকবরের পায়ে টান খায়। এতে মাইনটি বিস্ফোরণ ঘটলে তাঁর বাম পা উড়ে যায়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ৪৪ নম্বর পিলারের জামছড়ির সাপমারাঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন এক কাঠুরিয়া। তিনি অবৈধ পথে মিয়ানমার থেকে কাঠ আনতেন। এভাবে একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ওই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৩ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে