টেকনাফের ওসির বিরুদ্ধে তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ মে ২০২৪, ১১: ৪৭
Thumbnail image

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণির বিরুদ্ধে তাঁর কক্ষে আসামিদের নির্যাতন, থানায় টর্চার সেলসহ নানা অভিযোগের বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘কোনো ওসি বা পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে নিশ্চয় তদন্ত শুরু হয়। এটিও তার ব্যতিক্রম নয়। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খুব শিগগিরই জানতে পারবেন।’

‘আগের রূপে টেকনাফ থানা, অপহরণ-নির্যাতন চলছেই’ শিরোনামে গত বুধবার আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

এদিকে ওই প্রতিবেদনে তথ্য দেওয়ার অভিযোগে টেকনাফ থানার ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওসি মো. ওসমান গণির বিরুদ্ধে। অভিযোগ, মোবাইল ফোন কেড়ে নিয়ে তিনি বলেছেন, ‘এসব ফোন সিআইডিতে পাঠানো হবে। তারপর সাংবাদিককে তথ্য দেওয়া ব্যক্তিদের বরখাস্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত