নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। মিয়ানমারের মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রিরতন চাকমা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশে বেশ কিছুদিন ধরে গোলাগুলি হচ্ছে। এতে এ সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে গত ২২ জানুয়ারি আর আজ সোমবার (২৯ জানুয়ারি) ভয়াবহ অবস্থা। শিক্ষার্থীরা ভয় পাচ্ছিল। অভিভাবক মহলের আকুতি এবং শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।’
স্কুলগুলো হলো—ঘুমধুম, তুমব্রু, তুমব্রু পশ্চিমকুল, ভাজাবুনিয়া ও বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ সোমবার বেলা ১১টার দিকে স্কুলগুলো বন্ধ করা হয়।
বন্ধ হওয়া ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছৈয়দুর রহমান হীরা বলেন, ‘অবস্থা বেগতিক দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ১১টার পর স্কুল বন্ধ করে দেওয়া হয়।’
স্থানীয় সরওয়ার আলম, আলী আকবর ও ছৈয়দ আরম বলেন, ‘সোমবার ভোররাতে গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ থেমে চলে চলছিল। একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলের ছৈয়দ হোসেনের ছেলে বাহাদুর উল্লাহর বাড়িতে। এছাড়া আরও বেশ কয়েকটি মর্টারশেল বাংলাদেশ অংশের ঝোপঝাড়ে পড়ার পর লোকজন ছোটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ে।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘গত ২২ জানুয়ারির চেয়ে আরও ভয়াবহ অবস্থা। মূলত তুমব্রু কোনারপাড়ার অদূরের টিলা থেকে বিদ্রোহী আরকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেল নিক্ষেপ করছিল। পক্ষান্তরে তারাও মর্টারশেল নিক্ষেপ করে। এভাবে তুমুল সংঘর্ষ চলছে। যা থেকে মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলে।’
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ওপারে যাই হোক, এপারে বাংলাদেশ সীমান্ত রক্ষী সর্বোচ্চ সতর্ক রয়েছে। এপারে লোকজন নিরাপদ আছে। আতঙ্কের কোনো কারণ নেই।
এদিকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপি এলাকা পরিদর্শন করেন গতকাল রোববার দুপুর সোয়া ২টায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সফরসঙ্গীসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আর বাংলাদেশ সীমান্ত রক্ষীদের দিক নির্দেশনা দেন। পাশাপাশি বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। মিয়ানমারের মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রিরতন চাকমা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশে বেশ কিছুদিন ধরে গোলাগুলি হচ্ছে। এতে এ সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে গত ২২ জানুয়ারি আর আজ সোমবার (২৯ জানুয়ারি) ভয়াবহ অবস্থা। শিক্ষার্থীরা ভয় পাচ্ছিল। অভিভাবক মহলের আকুতি এবং শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।’
স্কুলগুলো হলো—ঘুমধুম, তুমব্রু, তুমব্রু পশ্চিমকুল, ভাজাবুনিয়া ও বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ সোমবার বেলা ১১টার দিকে স্কুলগুলো বন্ধ করা হয়।
বন্ধ হওয়া ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছৈয়দুর রহমান হীরা বলেন, ‘অবস্থা বেগতিক দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ১১টার পর স্কুল বন্ধ করে দেওয়া হয়।’
স্থানীয় সরওয়ার আলম, আলী আকবর ও ছৈয়দ আরম বলেন, ‘সোমবার ভোররাতে গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ থেমে চলে চলছিল। একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলের ছৈয়দ হোসেনের ছেলে বাহাদুর উল্লাহর বাড়িতে। এছাড়া আরও বেশ কয়েকটি মর্টারশেল বাংলাদেশ অংশের ঝোপঝাড়ে পড়ার পর লোকজন ছোটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ে।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘গত ২২ জানুয়ারির চেয়ে আরও ভয়াবহ অবস্থা। মূলত তুমব্রু কোনারপাড়ার অদূরের টিলা থেকে বিদ্রোহী আরকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেল নিক্ষেপ করছিল। পক্ষান্তরে তারাও মর্টারশেল নিক্ষেপ করে। এভাবে তুমুল সংঘর্ষ চলছে। যা থেকে মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলে।’
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ওপারে যাই হোক, এপারে বাংলাদেশ সীমান্ত রক্ষী সর্বোচ্চ সতর্ক রয়েছে। এপারে লোকজন নিরাপদ আছে। আতঙ্কের কোনো কারণ নেই।
এদিকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপি এলাকা পরিদর্শন করেন গতকাল রোববার দুপুর সোয়া ২টায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সফরসঙ্গীসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আর বাংলাদেশ সীমান্ত রক্ষীদের দিক নির্দেশনা দেন। পাশাপাশি বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে