রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত দায়ের করা হয়েছে। আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুন আহমেদ বাদী হয়ে রামগতি থানায় ৪ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের মো. ইয়াছিনের ছেলে মো. মনির, একই এলাকার পেয়ার আহমেদের ছেলে আল আমিন, আজাদ নগর বাজার এলাকার মো. রতনের ছেলে মোক্তার হোসেন এবং মো. মীর। এ ছাড়াও ওই অভিযোগপত্রে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চর কলাকোপা গ্রামের মনির তাঁর বাড়ির সংস্কার করার সময় বিদ্যুৎ অফিসকে না জানিয়ে তার বিদ্যুৎ লাইনের ব্যবহৃত মিটারটি একটি কাঁচা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। স্থানীয় একজন বাসিন্দা এ বিষয়টি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএমকে মোবাইলে বিষয়টি অবহিত করেন। পরে ডিজিএম স্থানীয় হাজীগঞ্জ বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুনকে ঝুলে থাকা মিটারটি খুলে আনার নির্দেশ দেন। ওই নির্দেশে গতকাল শনিবার দুপুরে মিটারটি খুলে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন এ কর্মকর্তা। এ ঘটনায় অভিযুক্ত মনির ক্ষিপ্ত হন। তিনি স্থানীয় মোক্তার, আল-আমীন, মীরসহ ৬-৭ জনকে নিয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জের বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে হামলা করেন। এ সময় অভিযুক্তরা অফিসে থাকা আসবাবপত্রে আঘাত করে কয়েকটি মিটারকে আছড়ে মেঝেতে ফেলে ভাঙার চেষ্টা করেন। এ সময় একটি মিটার তাদের আঘাতে ভেঙেও যায়। ওই এলাকায় বিদ্যুৎ অফিসের কোনো লোককে পেলে মেরে ফেলা হবে বলে তাঁরা হুমকিও দেন। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অফিস ইনচার্জ মো. হুমায়ুন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎ অফিসে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত দায়ের করা হয়েছে। আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুন আহমেদ বাদী হয়ে রামগতি থানায় ৪ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের মো. ইয়াছিনের ছেলে মো. মনির, একই এলাকার পেয়ার আহমেদের ছেলে আল আমিন, আজাদ নগর বাজার এলাকার মো. রতনের ছেলে মোক্তার হোসেন এবং মো. মীর। এ ছাড়াও ওই অভিযোগপত্রে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চর কলাকোপা গ্রামের মনির তাঁর বাড়ির সংস্কার করার সময় বিদ্যুৎ অফিসকে না জানিয়ে তার বিদ্যুৎ লাইনের ব্যবহৃত মিটারটি একটি কাঁচা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। স্থানীয় একজন বাসিন্দা এ বিষয়টি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএমকে মোবাইলে বিষয়টি অবহিত করেন। পরে ডিজিএম স্থানীয় হাজীগঞ্জ বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুনকে ঝুলে থাকা মিটারটি খুলে আনার নির্দেশ দেন। ওই নির্দেশে গতকাল শনিবার দুপুরে মিটারটি খুলে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন এ কর্মকর্তা। এ ঘটনায় অভিযুক্ত মনির ক্ষিপ্ত হন। তিনি স্থানীয় মোক্তার, আল-আমীন, মীরসহ ৬-৭ জনকে নিয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জের বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে হামলা করেন। এ সময় অভিযুক্তরা অফিসে থাকা আসবাবপত্রে আঘাত করে কয়েকটি মিটারকে আছড়ে মেঝেতে ফেলে ভাঙার চেষ্টা করেন। এ সময় একটি মিটার তাদের আঘাতে ভেঙেও যায়। ওই এলাকায় বিদ্যুৎ অফিসের কোনো লোককে পেলে মেরে ফেলা হবে বলে তাঁরা হুমকিও দেন। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অফিস ইনচার্জ মো. হুমায়ুন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎ অফিসে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে