রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেথোয়াই মারমা আসন্ন ইউপি নির্বাচনে চিংম্রং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসচাইন চৌধুরী বলেন, নেথোয়াই নিজের নিরাপত্তার জন্য এত দিন কাপ্তাই উপজেলা শহরে রেস্টহাউসে থাকতেন। গতকাল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে চিংম্রং নিজ বাড়িতে গিয়েছিলেন। পরে সন্ত্রাসীরা রাত ১টার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জনসংহতি সমিতি (জেএসএস)।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য 'জনসংহতি সমিতি'কে দায়ী করে বলেন, `পাহাড়ে নির্বাচন এলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।'
কাপ্তাইয়ের চন্দ্রঘোণা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'
এ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে জনসংহতি সমিতির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেথোয়াই মারমা আসন্ন ইউপি নির্বাচনে চিংম্রং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসচাইন চৌধুরী বলেন, নেথোয়াই নিজের নিরাপত্তার জন্য এত দিন কাপ্তাই উপজেলা শহরে রেস্টহাউসে থাকতেন। গতকাল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে চিংম্রং নিজ বাড়িতে গিয়েছিলেন। পরে সন্ত্রাসীরা রাত ১টার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জনসংহতি সমিতি (জেএসএস)।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য 'জনসংহতি সমিতি'কে দায়ী করে বলেন, `পাহাড়ে নির্বাচন এলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।'
কাপ্তাইয়ের চন্দ্রঘোণা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'
এ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে জনসংহতি সমিতির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজধানীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হোন সাবেক এবং বর্তমান সদস্যরা
৬ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের সুনির্দিষ্ট তালিকা অভ্যুত্থানের চার মাস পরও পূর্ণাঙ্গ হয়নি। আহত অনেকেই পরিপূর্ণ সুচিকিৎসা পাচ্ছেন না। শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনেও ধীর গতি। কিন্তু এই শহীদদের তালিকা, আহতদের চিকিৎসা সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে শহীদদের তাল
৭ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের নিহতরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, তারা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দেয় নাই। তারা প্রাণ দিয়েছে দেশের মানুষের রুটি-রুজি, কর্মসংস্থানসহ মৌলিক অধিকারের জন্য। তারা যদি অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব না পা
৭ ঘণ্টা আগেকারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। পরে তাঁকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ। তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে...
৮ ঘণ্টা আগে