পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেন তছলিম আহাম্মেদ নামে উপজেলা জাসদের এক নেতা। দুই বছরেও নলকূপ অথবা সেই টাকা ফেরত দিতে না পারায় গ্রামবাসীর তোপের মুখে পড়েন তিনি। এরপর তাঁকে আটক করেন ভুক্তভোগীরা। পরে কিছু টাকা দিয়ে এবং বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা পান।
গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জাসদ নেতা তছলিম আহাম্মেদ চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা সহসভাপতি ও ফেনী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা ও একাধিক ভুক্তভোগী জানান, রোববার বিকেলে ইউএনওর অফিসের বারান্দায় জাসদ নেতার পথ রোধ করেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একই অভিযোগ নিয়ে স্থানীয় আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম কলেজের অফিস সহকারী ছালেহ আহাম্মদ চৌধুরী, সাঈদ চৌধুরীসহ আরও ১০ জন জড়ো হন। তাঁদের সবার একই অভিযোগ, গভীর নলকূপ দেওয়ার কথা বলে তছলিম তাদের কাছ থেকে প্রতিটি নলকূপের জন্য ২৫-৩০ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু গত দুই বছরেও নলকূপ বরাদ্দ দিতে পারেননি। তাঁকে মোবাইল ফোনে কল দিলে তিনি কেটে দেন এবং বিভিন্ন ধরনের টালবাহানা করেন।
পরে ক্ষতিগ্রস্তরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একে একে ক্ষতিগ্রস্তরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। এরপর তোপের মুখে ক্ষতিগ্রস্ত দিদারুল আলম ও আমিনুর রহমান নামের দুজনকে ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন। জাসদ নেতা তছলিম দুজনের কাছ থেকে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছেন। বাকি টাকা কিছুদিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে ছাড়া পান।
মনছুর আহাম্মদ নামে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার পরও গত দুই বছর ধরে নলকূপ বরাদ্দ না দেওয়ায় রোববার বিকেলে আমি জাসদ নেতাদের ইউএনও অফিসের বারান্দায় পথরোধ করেছিলাম। নলকূপ না দিতে পারলে টাকা ফেরতে দিতে চাপ দেই।’
উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামের দিদারুল আলম বলেন, উপজেলা ও তিনটি ইউনিয়ন এবং পৌর এলাকায় দুই শতাধিক লোকের কাছ থেকে প্রতিটি নলকূূপের জন্য ২৫-৩০ হাজার টাকা আদায় করেছেন। ২০০ জনের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় ইউপি সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অফিস সহকারী ছালেহ আহাম্মদ চৌধুরী সুজন এবং সাঈদ চৌধুরী, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফখরুল ইসলাম ফারুখ, বর্তমান সংরক্ষিত মহিলা ওয়ার্ডর সদস্যের স্বামী নুর হোসেন অভিযোগ করেন, জাসদ নেতা তছলিম নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা করে নিয়েছেন। অথচ সরকারিভাবে খরচ হচ্ছে মাত্র ১১ হাজার টাকা।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন উপজেলার জঙ্গলঘোনা গ্রামের দিদারুল আলম ও তাঁর ভগ্নিপতি আমিনুর রহমান। অভিযোগে তাঁরা জানান, দুজনকে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে তছলিম আহমেদ চৌধুরী ৫০ হাজার টাকা আদায় করেছেন। কিন্তু গত দুই বছর অপেক্ষার পরও নলকূপ বরাদ্দ দিচ্ছেন না। নানা অজুহাতে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।
রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একই সময় ছালেহ আহাম্মদ চৌধুরী সুজন ও সাঈদ চৌধুরী অভিযোগ করেন, তাঁদের দুজনের কাছ থেকেও জাসদ নেতারা ৫০ হাজার টাকা করে এবং চারজনের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করেছেন। কিন্তু গত দুই বছরেও তারা নলকূপ বরাদ্দ পাননি।
মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো বলেন, ‘গত শনিবার (৬ মে) রাতে সংসদ সদস্য শিরিন আখতারের ছেলে জাসদ নেতা অমিত মনোশিষ মির্জানগর ইউনিয়ন পরিষদে গেলে সেখানেও স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জাসদ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, এমপির কথা বলে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা নিয়ে টালবাহানা দেখাচ্ছে।’
পরশুরাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ হোসেন ভুঁইয়া বলেন, ‘গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে ৬ লাখ গভীর ও অগভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তার মধ্যে পরশুরাম উপজেলায় ৪৯টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। রানা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতারের বরাদ্দকৃত নলকূপের ৪৯ জনের তালিকার মধ্যে বেশির ভাগ লোকের নাম ও ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য ভুল থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।’
অভিযোগের বিষয়ে পরশুরাম উপজেলা জাসদের সহসভাপতি ও ফেনী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক তছলিম আহমেদ চৌধুরী বলেন, ‘উপজেলা জাসদের দলীয় কার্যক্রমের খরচ চালানোর জন্য আমাকে শুধু ছয়টি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছে। সেগুলোর জন্য আমি কয়েকজনের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নিয়েছি। যেহেতু নলকূপ বরাদ্দ দিতে পারি নাই, তাই দুই-এক দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব।’
পরশুরাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ হোসেন ভুঁইয়া বলেন, ‘এমপি মহোদয়ের কথা বলে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস খরচের কথা বলে জাসদ নেতারা প্রতিটি নলকূপের জন্য ২৫-৩০ হাজার টাকা আদায় করছেন। এতে এমপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সরকারি কোষাগারে শুধু ভ্যাট-ট্যাক্সসহ ১১ হাজার টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। অথচ মিথ্যা তথ্য দিয়ে লোকজনের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করছে।’
ফেনীর পরশুরামে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেন তছলিম আহাম্মেদ নামে উপজেলা জাসদের এক নেতা। দুই বছরেও নলকূপ অথবা সেই টাকা ফেরত দিতে না পারায় গ্রামবাসীর তোপের মুখে পড়েন তিনি। এরপর তাঁকে আটক করেন ভুক্তভোগীরা। পরে কিছু টাকা দিয়ে এবং বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা পান।
গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জাসদ নেতা তছলিম আহাম্মেদ চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা সহসভাপতি ও ফেনী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা ও একাধিক ভুক্তভোগী জানান, রোববার বিকেলে ইউএনওর অফিসের বারান্দায় জাসদ নেতার পথ রোধ করেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একই অভিযোগ নিয়ে স্থানীয় আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম কলেজের অফিস সহকারী ছালেহ আহাম্মদ চৌধুরী, সাঈদ চৌধুরীসহ আরও ১০ জন জড়ো হন। তাঁদের সবার একই অভিযোগ, গভীর নলকূপ দেওয়ার কথা বলে তছলিম তাদের কাছ থেকে প্রতিটি নলকূপের জন্য ২৫-৩০ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু গত দুই বছরেও নলকূপ বরাদ্দ দিতে পারেননি। তাঁকে মোবাইল ফোনে কল দিলে তিনি কেটে দেন এবং বিভিন্ন ধরনের টালবাহানা করেন।
পরে ক্ষতিগ্রস্তরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একে একে ক্ষতিগ্রস্তরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। এরপর তোপের মুখে ক্ষতিগ্রস্ত দিদারুল আলম ও আমিনুর রহমান নামের দুজনকে ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন। জাসদ নেতা তছলিম দুজনের কাছ থেকে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছেন। বাকি টাকা কিছুদিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে ছাড়া পান।
মনছুর আহাম্মদ নামে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার পরও গত দুই বছর ধরে নলকূপ বরাদ্দ না দেওয়ায় রোববার বিকেলে আমি জাসদ নেতাদের ইউএনও অফিসের বারান্দায় পথরোধ করেছিলাম। নলকূপ না দিতে পারলে টাকা ফেরতে দিতে চাপ দেই।’
উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামের দিদারুল আলম বলেন, উপজেলা ও তিনটি ইউনিয়ন এবং পৌর এলাকায় দুই শতাধিক লোকের কাছ থেকে প্রতিটি নলকূূপের জন্য ২৫-৩০ হাজার টাকা আদায় করেছেন। ২০০ জনের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় ইউপি সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অফিস সহকারী ছালেহ আহাম্মদ চৌধুরী সুজন এবং সাঈদ চৌধুরী, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফখরুল ইসলাম ফারুখ, বর্তমান সংরক্ষিত মহিলা ওয়ার্ডর সদস্যের স্বামী নুর হোসেন অভিযোগ করেন, জাসদ নেতা তছলিম নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা করে নিয়েছেন। অথচ সরকারিভাবে খরচ হচ্ছে মাত্র ১১ হাজার টাকা।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন উপজেলার জঙ্গলঘোনা গ্রামের দিদারুল আলম ও তাঁর ভগ্নিপতি আমিনুর রহমান। অভিযোগে তাঁরা জানান, দুজনকে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে তছলিম আহমেদ চৌধুরী ৫০ হাজার টাকা আদায় করেছেন। কিন্তু গত দুই বছর অপেক্ষার পরও নলকূপ বরাদ্দ দিচ্ছেন না। নানা অজুহাতে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।
রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একই সময় ছালেহ আহাম্মদ চৌধুরী সুজন ও সাঈদ চৌধুরী অভিযোগ করেন, তাঁদের দুজনের কাছ থেকেও জাসদ নেতারা ৫০ হাজার টাকা করে এবং চারজনের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করেছেন। কিন্তু গত দুই বছরেও তারা নলকূপ বরাদ্দ পাননি।
মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো বলেন, ‘গত শনিবার (৬ মে) রাতে সংসদ সদস্য শিরিন আখতারের ছেলে জাসদ নেতা অমিত মনোশিষ মির্জানগর ইউনিয়ন পরিষদে গেলে সেখানেও স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জাসদ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, এমপির কথা বলে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা নিয়ে টালবাহানা দেখাচ্ছে।’
পরশুরাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ হোসেন ভুঁইয়া বলেন, ‘গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে ৬ লাখ গভীর ও অগভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তার মধ্যে পরশুরাম উপজেলায় ৪৯টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। রানা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতারের বরাদ্দকৃত নলকূপের ৪৯ জনের তালিকার মধ্যে বেশির ভাগ লোকের নাম ও ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য ভুল থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।’
অভিযোগের বিষয়ে পরশুরাম উপজেলা জাসদের সহসভাপতি ও ফেনী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক তছলিম আহমেদ চৌধুরী বলেন, ‘উপজেলা জাসদের দলীয় কার্যক্রমের খরচ চালানোর জন্য আমাকে শুধু ছয়টি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছে। সেগুলোর জন্য আমি কয়েকজনের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নিয়েছি। যেহেতু নলকূপ বরাদ্দ দিতে পারি নাই, তাই দুই-এক দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব।’
পরশুরাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ হোসেন ভুঁইয়া বলেন, ‘এমপি মহোদয়ের কথা বলে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস খরচের কথা বলে জাসদ নেতারা প্রতিটি নলকূপের জন্য ২৫-৩০ হাজার টাকা আদায় করছেন। এতে এমপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সরকারি কোষাগারে শুধু ভ্যাট-ট্যাক্সসহ ১১ হাজার টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। অথচ মিথ্যা তথ্য দিয়ে লোকজনের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করছে।’
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে