চাঁদপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।
পুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১৮ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
২৮ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
২৯ মিনিট আগে