চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ ঢাকা থেকে গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
Thumbnail image
গ্রেপ্তার মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী। ছবি: সংগৃহীত

নোয়াখালী চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহপাটওয়ারীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেনের (আগুন) মৃত্যুর প্রায় সাড়ে আট বছর পর গত ১৬ অক্টোবর নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীরের ভাই গোলাম মাওলা বাদী হয়ে মামলা করেন। নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্যসহ এইচ এম ইব্রাহীমসহ ২৯ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় সাবেক মেয়ের মোহাম্মদ উল্লাহকে ২ নম্বর আসামি করা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, ঢাকা থেকে পুলিশ মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে, তবে তাঁকে এখনো থানায় বা কোর্ট পাঠানো হয়নি।

উল্লেখ্য, এই মামলা হওয়ার পর সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনিসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনিত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। একই সাথে তাদের কে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত