কুমিল্লা প্রতিনিধি
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে; তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’
মঞ্জু বলেন, ‘আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
এ সময় মঞ্জু বলেন, ‘আমাদের বড় দায়িত্ব হচ্ছে, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র–জনতা–শ্রমিক–রাজনৈতিক দল, আমরা যারা একসঙ্গে ছিলাম—তাদের কার কী অবদান, তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’
ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে, তাদের গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, ‘তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপর দিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে; তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’
মঞ্জু বলেন, ‘আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
এ সময় মঞ্জু বলেন, ‘আমাদের বড় দায়িত্ব হচ্ছে, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র–জনতা–শ্রমিক–রাজনৈতিক দল, আমরা যারা একসঙ্গে ছিলাম—তাদের কার কী অবদান, তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’
ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে, তাদের গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, ‘তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপর দিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১৮ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
৩০ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে