বান্দরবান প্রতিনিধি
টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তা ছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদীর তীরে চাষিরা জমিতে তেমন সবজি চাষ করেননি। ঠিক একইভাবে রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।
তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। এসব খালে পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গাপাড়ার বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজিখেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তা ছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদীর তীরে চাষিরা জমিতে তেমন সবজি চাষ করেননি। ঠিক একইভাবে রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।
তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। এসব খালে পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গাপাড়ার বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজিখেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
১৪ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে